আজ আপনার পরিস্থিতি কেউ বুঝতে চাইবেন না, আর আপনি বোঝাতেও পারবেন না। অভিজ্ঞতা থাকলেও আজ কর্মে অবনতি দেখা দেখা যাবে।
কারও কাছ থেকে আজ কোনও দামি উপহার পেতে পারেন। মনে কোনও উচ্চ আশা থাকলে তা সফল হয়ে যেতে পারে। ব্যবসায় বেশ লাভ দেখা যাবে। বিবাহিত জীবন সুখকর হবে। স্ত্রীর কথায় আনন্দ পাবেন।