শত্রুরা আজ আপনার নিদ্রা ভঙ্গ করতে পারে, কোনও গুরুত্বপূর্ণ গোপন তথ্য যেন আজ বাইরে না যায়। মিষ্টি কথায় আজ কর্মক্ষেত্রে নিজের কাজ হাসিল করে নিন।
আজ খরচ খুব কম হলেও, খরচের আশঙ্কা রয়েছে প্রবল। সঞ্চয় খুব বেশি হবে না। দোকান থেকে কিছু কেনার সময় খুব সতর্ক থাকুন, ঠকতে হতে পারে। রাতের দিকে সব ক্ষেত্রেই ভাল রয়েছে।