আজকে অলসতা পুষে রাখলে কাজে ব্যাঘাত আসতে পারে। বাড়িতে খরচের কোনও আলোচনা হলে তাতে নিজের কোনও মতামত রাখতে যাবেন না।
ভাগ্য আপনার মন্দ বলা যায় না, তবে খুব যে সঙ্গ দেবে তা-ও নয়। উচ্চতর বিদ্যার ক্ষেত্রে খুব ভাল সময়। দাম্পত্য জীবনে আনন্দ থাকবে ভরপুর। সন্তানদের নিয়ে কোনও চিন্তা থাকবে না।