স্ত্রীর জন্য ব্যবসায় যোগাযোগ ভাল থাকবে। চেনা অতিথিরা বাড়িতে আসবেন।
জাতকদের রাগ নিয়ন্ত্রণে রাখা উচিত। কারণ একটু অশান্তির যোগ আছে। বাবা-মায়ের জন্য খরচ বাড়তে পারে, আত্মীয়দের সঙ্গে সময় কাটালে শান্তি মিলবে। প্রেমের ক্ষেত্র শুভ। দাম্পত্যজীবনে সুখবর অপেক্ষা করছে।