কর্মের দিক খুব ভাল থাকলেও, মানসিক দিকে একটু ভেঙে পড়তে পারেন। আত্মবিশ্বাসের অভাব থাকবে এবং সারা দিনটা একটু ভয়ে ভয়ে কাটবে।
দিনের শেষে চোখ নিয়ে একটু অস্বস্তি দেখা দিতে পারে। পাড়ার লোকেরা আপনার নামে কটু কথা রটাতে পারেন, যার ফলে মনের উপর চাপ পড়বে। অচেনা কারও সঙ্গে বাইরে গিয়ে কথা বলতে যাবেন না।