পুরনো কোনও জিনিসের কথা খুব মনে পড়বে এবং আনন্দ হবে। উচ্চপদস্থ মানুষদের সঙ্গে মেলামেশায় উপকার হবে।
কারও জিনিসের প্রতি লোভ মনে আনবেন না। বাড়ির সাজসজ্জা বদলাতে ইচ্ছা করবে। জীবনে এমন কেউ আসবেন যাঁর অপেক্ষা দীর্ঘ দিন ধরে করছিলেন। পরিবারের জন্য সময় রাখুন, বিশেষ করে সন্তানদের জন্য।