আর্থিক স্থিতি আজ খুবই সবল থাকবে কিন্তু খরচের হার কমাতে হবে। পাশের বাড়ির মানুষের সঙ্গে বিবাদের যোগ প্রবল।
তাঁদের সঙ্গে খুব বুঝে চলুন। অর্থের জন্য আপনার কাছে কেউ সাহায্য চাইতে পারে। সাহায্য করতে পারেন কোনও অসুবিধা নেই। বন্ধু আপনার মনের বিষয়টা বুঝতে পারবে এবং আপনার সঙ্গও দেবে। শত্রুরা ক্ষতি করতে চাইলে ব্যর্থ হবে।