আজ ঝুঁকিপূর্ণ কোনও কাজ না করাই ভাল হবে। বুদ্ধির জন্য মানুষ আপনার কাছে সাহায্য চাইতে পারে।
তবে বুদ্ধি দেওয়ার আগে খুব বিবেচনা করা প্রয়োজন। বাড়িতে আসা অতিথির যেন কোনও ভাবে অনাদর না হয়, সেই দিকে খেয়াল রাখুন। কর্ম নিয়ে কোনও চিন্তা না থাকলেও, ব্যবসায় বিশেষ নজরের প্রয়োজন রয়েছে। সন্তানের চাপে নাজেহাল অবস্থা হতে পারে।