অফিসে কোনও কাজের জন্য সুনাম লাভ হবে ঠিকই, কাজেও চাপ আসবে। বিদেশে থাকা বন্ধুর জন্য মনখারাপ।
বুকে-পিঠে কষ্ট বাড়তে পারে, দ্রুত ডাক্তারের কাছে যান। আপনার নাম নিয়ে কেউ কোনও কাজ উদ্ধার করতে চাইবে, এটা মোটেই হতে দেবেন না। দাম্পত্যজীবনে বাইরের অযাচিত অশান্তি হতে পারে। কোনও কাগজে স্বাক্ষর করার আগে খুব ভাল ভাবে দেখে নিন।