কর্মে ভাল সুযোগ পেলেও, নিজের চঞ্চলতার জন্য তা ঠিক মতো করা যাবে না। নতুন বাড়ি ক্রয়ের জন্য আজকের দিনটা খুবই শুভ।
নিজের কথা অন্যদের জোর করে শোনাতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। সাংসারিক কর্মকাণ্ডে ব্যতিব্যস্ত থাকবেন। নিজের এলাকার বাইরে গিয়ে ব্যবসায় লাভ দেখতে পাবেন। বাড়িতে পুজো নিয়ে সারা দিন মেতে থাকবেন।