চাকরির জায়গায় কোনও রকম তর্ক বাধলে নীরব থাকার চেষ্টা করুন। বেশি উত্তেজনায় নিজের ক্ষতি হতে পারে।
পারিবারিক ক্ষেত্রে সারা দিনটা বেশ আনন্দে কাটবে। মৃৎশিল্পীদের জন্য দিনটা দারুণ হবে। বিদেশে থাকা কারও খবর আজ পাওয়া যাবে। মায়ের শারীরিক অসুস্থতা আজ অনেকটা কম থাকবে।