যদি কোনও পরিকল্পনা থাকে, ছোট হোক বা বড়, তা আজ সকালের দিকে মিটিয়ে নিন। কোনও কিছু শেখার জন্য আজ খুব উপযুক্ত দিন।
চিকিৎসা সংক্রান্ত কাজে অবহেলা করবেন না। পারিবারিক দিকে মনে আনন্দ থাকবে। সন্তানদের সিদ্ধান্তকে আজ অবশ্যই শুনবেন এবং তার সঠিক বিচার করবেন। খরচ কম হবে। স্ত্রীর শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে।