কর্মক্ষেত্রে কোনও প্রকার বিভ্রান্তি এলে, মৃদু ভাষায় তা মেটানোর চেষ্টা করুন। পুরনো কর্মচারী আপনাকে তাঁর মনোভাবে মুগ্ধ করবে।
মায়ের কথায় আজ মিষ্টতা না থাকলেও, আপনার পক্ষে তা ভীষণ উপকারী প্রমাণিত হবে। অবিবাহিতেরা আজ কোনও সুসংবাদ পেতে পারেন। বন্ধুমহলে আজ মনের কথা বলতে যাবেন না। পড়ুয়াদের বেশ খানিকটা চিন্তা বাড়তে পারে।