বন্ধুদের দেওয়া কথা আজ না রাখতে পারায় সামান্য মনোমালিন্য হতে পারে। সততা আজ আপনার খুব বড় সম্পদ প্রমাণিত হবে।
অর্থের দিকটা যে ভীষণ ভাল তা নয়, তবে যে দিক থেকেই হোক সঞ্চয় হবে। ব্যবসার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। আপনার ইচ্ছাকে আজ বাড়ির লোকেরা গুরুত্ব দেবেন না। শরীরের দিকে খেয়াল রাখা প্রয়োজন।