প্রিয়জনের কুকর্মের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসায় বিশ্বাসযোগ্য কাউকে রাখুন, না হলে ক্ষতি হতে পারে।
বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে। দাঁতের রোগ বাড়তে পারে। নিজের সুবিধার জন্য অন্যকে দিয়ে কোনও কাজ করাতে হবে। বাড়িতে অহেতুক অশান্তির যোগ দেখা যাচ্ছে, খুব বুঝেশুনে চলতে হবে। আপনার উপর অনেক কিছুর ভার পড়বে।