Double Face Zodiac Signs

সাপের গালেও চুমু খান, ব্যাঙকেও আপন ভাবেন! দ্বিচারিতা করেই দিন কেটে যায় চার রাশির ব্যক্তিদের

দ্বিচারিতা করে চলা এমন বহু ব্যক্তিই রয়েছেন যাঁদের রাশিগত প্রকৃতিতেই এই বৈশিষ্ট্য রয়েছে। এঁরা চেয়েও সেই স্বভাব ছাড়তে পারেন না। জেনে নিন সেই দলে কারা কারা রয়েছেন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৮:৫৪
Share:

—প্রতীকী ছবি।

আমাদের আশপাশে এমন বহু ব্যক্তিই রয়েছেন যাঁরা কখনও একটা মতামতে স্থায়ী থাকেন না। এঁরা ব্যক্তিবিশেষে নিজেদের মতামতও বদলে ফেলেন। এই সকল ব্যক্তিদের নিজস্বতা প্রায় নেই বললেই চলে। তবে এঁরা যে সবটাই সুবিধা পাওয়ার উদ্দেশ্য নিয়ে করেন তা নয়। দ্বিচারিতা করে চলা এমন বহু ব্যক্তিই রয়েছেন যাঁদের রাশিগত প্রকৃতিতেই এই বৈশিষ্ট্য রয়েছে। এঁরা চেয়েও সেই স্বভাব ছাড়তে পারেন না। জেনে নিন সেই দলে কারা কারা রয়েছেন।

Advertisement

কোন রাশির ব্যক্তিরা দ্বিচারিতা করেন?

মিথুন: যে রাশির চিহ্নতেই দুটো মুখ রয়েছে, সেই রাশির ব্যক্তিরা যে দ্বিচারিতা করবেন না সেটা ভাবাই ভুল। মিথুন রাশির ব্যক্তিরা দ্বিচারিতা করার ব্যাপারে অত্যন্ত পারদর্শী। এর ফলে এঁদের এই স্বভাব আশপাশের ব্যক্তিরা সহজে ধরে ফেলতে পারেন না। তবে অন্যের ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে এঁরা কখনও এই কাজ করেন না। কৌতূহলের বশে পড়ে এঁরা দ্বিচারিতার পথ বেছে নেন।

Advertisement

কন্যা: কন্যা রাশির ব্যক্তিরা দ্বিচারিতা করার ব্যাপারে পটু। সকলের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এঁরা এই পন্থা বেছে নেন। আশপাশে ঘটে চলা সব কিছুতেই এঁদের আগ্রহ প্রচুর। সমস্ত গুঞ্জন যাতে এঁদের কানে ভেসে আসে সেই কারণে কন্যা রাশির জাতক-জাতিকারা সাপের সঙ্গেও যেমন বন্ধুত্ব রাখেন, তেমনই ব্যাঙকেও কাছছাড়া করেন না।

তুলা: দ্বিচারিতা করার ব্যাপারে তুলা রাশির ব্যক্তিরাও এগিয়ে রয়েছেন। এঁরা অত্যন্ত ধূর্ততার সঙ্গে নিজেদের এই স্বভাবটিকে সকলের সামনে মেলে ধরেন। আশপাশের ব্যক্তিরা সেটির আন্দাজ পেলেও, হাতেনাতে ধরতে পারেন না। দ্বিচারী স্বভাবের বশে পড়ে এঁরা নিজের বন্ধুর নামে কুকথা বলতেও কুণ্ঠা বোধ করেন না। এঁদের এই স্বভাব বহু ক্ষেত্রে অপরের জন্য ক্ষতিকরও হয়ে দাঁড়ায়।

মীন: মীন রাশির দ্বিচারিতা এঁদের নিজেদের মধ্যেই আবদ্ধ থাকে বললে ভুল হবে না। কখনও এঁরা সৃজনশীল জিনিসের প্রতি মাত্রাতিরিক্ত ঝোঁক দেখান। ভাবনার দুনিয়ায় বিচরণ করে বেড়ান। কিন্তু পরক্ষণেই এঁদের আবার মনে হয় একটু বাস্তববাদী হওয়া উচিত। আশপাশে কী চলছে না চলছে সেটা নিয়ে আগ্রহ দেখা দেয়। তবে আশপাশের ব্যক্তিদের উপর তাঁদের এই স্বভাবের প্রভাব খুব একটা পড়ে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement