—প্রতীকী ছবি।
প্রায় প্রত্যেক মানুষই ঘুমের সময় স্বপ্ন দেখেন। সব স্বপ্নই যে সাধারণ মস্তিষ্কে অর্থপূর্ণ হয় তেমনটা নয়। তবে সব স্বপ্নেরই কিছু না কিছু অর্থ থাকে। যে স্বপ্নটা আমাদের কাছে অর্থহীন বা হাস্যকর মনে হয়, সেটাই হয়তো আদতে কোনও বার্তা আমাদের কাছে পৌঁছিয়ে দিতে চাইছে। জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, কিছু স্বপ্ন রয়েছে যেগুলি ব্যাপারে কখনও কাউকে বলতে নেই। এতে আমাদের খারাপ হয়। জেনে নিন সেই স্বপ্নগুলি কী কী।
কোন কোন স্বপ্নের কথা অপরের সঙ্গে ভাগ করে নিতে নেই?
দুর্ঘটনা: স্বপ্নে যদি নিজেকে বা অন্য কাউকে দুর্ঘটনার কবলে পড়তে দেখেন তা হলে সেই স্বপ্ন অপরের সঙ্গে ভাগ করে নেবেন না। শাস্ত্র জানাচ্ছে সেই স্বপ্ন সত্যি হয়ে যেতে পারে। তাই এই প্রকার স্বপ্ন নিজের মনে রেখে দেওয়াই শ্রেয়।
মৃত্যু: কারও মৃত্যুর স্বপ্ন দেখা মানে উক্ত মানুষটির আয়ু বৃদ্ধি পাওয়া। এই স্বপ্নও অপরের সঙ্গে ভাগ করে নিতে নেই। এতে পূর্ণ সুফল প্রাপ্তি হয় না। উল্টে আয়ু কমে যেতে পারে বলে মনে করা হয়।
ফুলের বাগান: স্বপ্নে যদি নিজেকে কোনও ফুলের বাগানের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখেন বা কোনও সবুজে ঘেরা উপত্যকায় ঘুরে বেড়াতে দেখেন তা হলে নিজেকে ভাগ্যবান মনে করবেন। এই স্বপ্ন দেখা শুভ। এটি জীবনে আগত সুদিনের ইঙ্গিত বহন করে আনে। কিন্তু এই স্বপ্নের ব্যাপারে অপরকে বলে দিলে সুফল প্রাপ্তির সম্ভাবনা কমে যায়। তাই এটি নিজের মনে রেখে দেওয়াই ভাল।
ভগবান: স্বপ্নে কোনও ভগবানের দেখা পাওয়া খুবই শুভ লক্ষ্মণ। এর মানে আপনার সকল মনোবাসনা পূরণ হতে চলেছে। ভগবান আপনার ডাকে সাড়া দিয়েছেন। কিন্তু এই স্বপ্নের কথা অপরকে বলা যাবে না। এতে ভগবান রুষ্ট হন।
অসুস্থতা: অসুস্থতার স্বপ্ন দেখাও শুভ। এতে আয়ু বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। তবে এই স্বপ্নের গল্প অপরকে শোনালেই হবে বিপদ। ভাল ফল তো পাবেনই না, উল্টে খারাপ হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।