রাশি অনুযায়ী কতমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন (দ্বিতীয় পর্ব)

মানব জীবনে বিভিন্ন সমস্যার সমাধানে রুদ্রাক্ষের প্রভাব অপরিসীম। রুদ্রাক্ষ বিভিন্ন প্রকারের হয়। এখন দেখে নেওয়া যাক কী ধরনের সমস্যার সমাধানে কত মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮ ০০:০০
Share:

মানব জীবনে বিভিন্ন সমস্যার সমাধানে রুদ্রাক্ষের প্রভাব অপরিসীম। রুদ্রাক্ষ বিভিন্ন প্রকারের হয়। এখন দেখে নেওয়া যাক কী ধরনের সমস্যার সমাধানে কত মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন—

Advertisement

তুলা লগ্ন/রাশি—

১। কর্ম এবং ভাগ্যোন্নতির জন্য সাতমুখী ধারণ করুন।

Advertisement

২। ব্যবসা এবং অর্থনৈতিক উন্নতি করতে চোদ্দমুখী।

৩। মানসিক শান্তি পেতে চারমুখী রুদ্রাক্ষ ধারণ করুন।

বৃশ্চিক লগ্ন/রাশি—

১। কর্মে সাফল্য পেতে তেরোমুখী।

২। কর্মস্থানে নাম-যশ পেতে বারোমুখী।

৩। আর্থিক সাফল্য পেতে ন’মুখী।

৪। সঞ্চয়ের জন্য সাতমুখী।

৫। মানসিক শান্তি পেতে চারমুখী।

৬। ভাগ্যোন্নতিতে চারমুখী রুদ্রাক্ষ ধারণ করুন।

ধনু- লগ্ন/রাশি—

১। ব্যবসা এবং কর্মক্ষেত্রে মান পেতে এবং নিজের নিজের ভাগ্যকে উন্নত করতে বারোমুখী রুদ্রাক্ষ ধারণ করুন।

২। সন্তানের উন্নতির জন্য পাঁচমুখী।

৩। কর্মক্ষেত্রে উন্নতির জন্য এগারোমুখী।

মকর- লগ্ন/রাশি—

১। ভাগ্যোন্নতির ক্ষেত্রে ন’মুখী।

২। ফাটকা কারবারে উন্নতি করতে এগারোমুখী।

৩। ব্যবসায় উন্নতি করতে সাতমুখী।

৪। কর্মস্থলে মান, যশ পেতে এগারোমুখী।

৫। মানসিক শান্তি পেতে চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করুন।

কুম্ভ-লগ্ন/রাশি—

১। নিজের ব্যক্তিত্বকে আরও উন্নতি করতে চাইলে বারোমুখী রুদ্রাক্ষ ধারণ করুন।

২। অর্থনৈতিক উন্নতির জন্য আটমুখী রুদ্রাক্ষ।

৩। কর্মক্ষেত্রে মান-যশ বৃদ্ধি পেতে চোদ্দমুখী।

৪। মানসিক শান্তি ও ভাগ্য উন্নতি করতে এগারোমুখী।

মীন- লগ্ন/রাশি—

১। বুদ্ধির বিকাশের জন্য ধারণ করুন তেরোমুখী।

২। ব্যবসায় উন্নতি এবং মানসিক শান্তির জন্য ন’মুখী।

৩। কর্মস্থানে মান-যশ পেতে সাতমুখী।

৪। অর্থ সঞ্চয়ে ও ভাগ্য উন্নতি করতে ন’মুখী রুদ্রাক্ষ ধারণ করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement