এই সপ্তাহে ছোটখাটো ঝগড়া বা কথা কাটাকাটি এড়িয়ে চলুন। প্রয়োজনীয় তথ্য নিয়ে সহকর্মীর সঙ্গে বিবাদ বাধতে পারে।
পরিবারের সদস্যদের কথায় কোনও ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অফিসে কথাবার্তায় সতর্ক থাকবেন, বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে খুব চিন্তা করতে হবে। বাড়িতে নিয়মশৃঙ্খলার সঙ্গে চলবেন এবং স্ত্রীর সঙ্গে কোনও প্রকার বিবাদে যাবেন না। অফিসে সাক্ষাৎকারের জন্য সময় দিন, সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ। হঠাৎ কোনও খাবার পেটের সমস্যা বাড়াতে পারে। এই সময় প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করুন।