এই সপ্তাহে খুবই বেশি আনন্দ করতে ইচ্ছা করবে। কিন্তু এই ইচ্ছা নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ এই আনন্দ কিছু সমস্যা ডেকে আনতে পারে।
বাইরে গিয়ে বেশি উত্তেজিত হবেন না, অপমানিত হওয়ার যোগ দেখা যাচ্ছে। অযথা ব্যয় এই সপ্তাহে করতে যাবেন না, সঞ্চয় অনেকটা কমে যেতে পারে। ব্যাঙ্কের কাজ থাকলে নিজেই করার চেষ্টা করুন। নেশার অভ্যাস এড়িয়ে চলুন, না হলে শরীরে চাপ বাড়তে পারে। ব্যবসার বিষয়ে সক্রিয় থাকুন, ব্যবসার খুব ভাল সুযোগ আসতে চলছে। প্রেমের ব্যাপারে ব্যক্তিগত চেষ্টা ভাল হবে। ব্যবসায় অপ্রত্যাশিত লাভ হতে পারে। শিক্ষাকে ও গুরুজনকে সম্মান করবেন তাই দেখে আপনার সন্তানের উপকার হবে। অংশীদারি কাজে মনোযোগ বাড়বে। শত্রু থেকে দূরত্ব বজায় রাখুন।