পড়ে থাকা ছোট ছোট অনেক কাজ সেরে ফেলতে পারবেন। পরিবারের সুখের দিকে তাকিয়ে নিজেকে ব্যস্ত রাখতে হবে।
সপ্তাহের প্রথমে কাজের গতি ধীর থাকলেও, সপ্তাহের শেষে সাফল্য আসবে। মায়ের সঙ্গে সময় কাটানো আপনার জন্য শুভ হবে। নিজের মনের কথার উপর একটু ভরসা করে চলতে পারেন, মনের কথা অনেক সময় ঠিকও হয়ে যায়। বন্ধুদের দেওয়া কথা না রাখতে পারায় সামান্য মনোমালিন্য হতে পারে। সততা আপনার খুব বড় সম্পদ প্রমাণিত হবে।