Dream of Cutting Hair Meaning

ঘুমের মধ্যেও চুল ঝরে পড়ার স্বপ্ন দেখছেন? স্বপ্নে চুল দেখার মানে কী হতে পারে জানলে চমকে যাবেন!

আগত দিনে আমাদের সঙ্গে ভাল ঘটনা ঘটতে চলেছে না খারাপ, সেই বিষয়ে একটা ধারণা স্বপ্ন থেকে পাওয়া যায়। কিন্তু সবাই সেই ব্যাপারে জানেন না বলে বুঝতেও পারেন না।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১৫:০৪
Share:

—প্রতীকী ছবি।

সকল স্বপ্নেরই কিছু না কিছু অর্থ থাকে। আমাদের জীবনের আগাম ঘটনার ইঙ্গিত দেয় স্বপ্ন। ভাল ঘটনা ঘটতে চলেছে না খারাপ, সেই বিষয়ে একটা ধারণা আমাদের দেখা স্বপ্ন থেকে পাওয়া যায়। কিন্তু সবাই সে ব্যাপারে জানেন না বলে বুঝতেও পারেন না। জ্যোতিষশাস্ত্র এই বিষয়ে আমাদের সাহায্য করতে পারে। আমরা অনেকেই স্বপ্নে অনেক সময় নিজেদের চুল কাটতে দেখি। এর অর্থ কী জানেন?

Advertisement

স্বপ্নে অন্যকে চুল কাটতে দেখুন, বা নিজের চুল কাটতে দেখুন। সবেরই আলাদা আলাদা অর্থ রয়েছে। অনেকেই মনে করেন চুলের সঙ্গে একটা অশুভ শক্তি জড়িয়ে রয়েছে। তাই স্বপ্নে চুল দেখা মানেও যে খারাপ এ রকম ভাবনা রাখা উচিত নয়। এর অর্থ অনেক সময় শুভ হতেও পারে।

স্বপ্নে চুল কাটতে দেখার অর্থ কী?

Advertisement

অন্য কেউ আপনার চুল কাটছে: স্বপ্নে অন্য কাউকে নিজের চুল কাটতে দেখলে বুঝবেন জীবনে শুভ দিন আসতে চলেছে। শাস্ত্র অনুসারে এই স্বপ্ন দেখা শুভ। বহু দিন ধরে বয়ে চলা ধনের বোঝা থেকে মুক্তি পাবেন। এই স্বপ্ন আর্থিক সচ্ছলতার ইঙ্গিত দেয়।

নিজেই নিজের চুল কাটছেন: নিজেই নিজের চুল কাটছেন এমন স্বপ্ন দেখা শুভ নয়। শাস্ত্রমতে, এই স্বপ্ন কোনও আসন্ন বিপদের ইঙ্গিত দেয়। নানা দিক থেকে বিভিন্ন প্রকার সমস্যা আপনাকে ঘিরে ধরতে পারে। আপনি ভেবেও কূল পাবেন না যে যা হচ্ছে তা কেন হচ্ছে। কিন্তু সেই সকল সমস্যা দীর্ঘস্থায়ী হবে না। মাথা ঠান্ডা রেখে চললে অনায়াসেই সকল সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন।

চুলের সাজে পরিবর্তন: বাস্তবে আপনার চুল কোঁকড়ানো, তবে স্বপ্নে দেখছেন চুলের ভোল বদলে সেটি সোজা হয়ে গিয়েছে। এই স্বপ্নেরও বিশেষ অর্থ রয়েছে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এর অর্থও শুভ। আগামী দিনে আপনি আপনার পরিশ্রমের উপযুক্ত ফল পাবেন, এর দ্বারা এটিই বোঝায়। জীবনে কোনও ভাল বদলের ইঙ্গিত দেয় এই স্বপ্ন।

সাদা চুলের স্বপ্ন: স্বপ্নে সাদা চুল দেখাকে অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। নিকট ভবিষ্যতে সমাজে আপনার নামডাক বৃদ্ধি পাবে। আগামী দিনে আপনি যে কাজই করবেন, সেটির ভাল পাবেন।

চুল ঝরে পড়া: স্বপ্নে চুল ঝরে পড়তে দেখলে বুঝতে হবে আপনার মনে কোনও সুপ্ত ভয় কাজ করছে। সেই কারণে চুল ঝরে পড়ার স্বপ্ন দেখতে পারেন। উদ্বেগ, কোনও বিষয় নিয়ে চিন্তা, ভয় প্রভৃতি যখন বৃদ্ধি পায়, তখন আমরা এই প্রকার স্বপ্ন দেখে থাকি বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement