বাস্তুমতে বিবাহ বিচ্ছেদ এড়াতে কী করণীয় (প্রথম পর্ব)

বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স আমাদের সমাজে একটা অভিশাপ যা দিনের পর দিন বেড়েই চলেছে। এই বিষয়ে বাস্তু বিশেষ ভূমিকা পালন করে। যদি কিছু গাইডলাইন মেনে চলা যায়, তবে এই ধরনের সমস্যা অনেকাংশে কম হতে পারে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮ ০০:০০
Share:

বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স আমাদের সমাজে একটা অভিশাপ যা দিনের পর দিন বেড়েই চলেছে। এই বিষয়ে বাস্তু বিশেষ ভূমিকা পালন করে। যদি কিছু গাইডলাইন মেনে চলা যায়, তবে এই ধরনের সমস্যা অনেকাংশে কম হতে পারে।

Advertisement

এখন দেখে নেওয়া যাক কী করণীয়—

১। বিবাহিত ছেলে ও মেয়েরা সাধারণত বিয়ের পর দক্ষিণ–পশ্চিম বা নৈঋত কোণে থাকবেন এবং শয়ন করবেন।

Advertisement

২। খুব কড়া রঙের পোশাক ব্যবহার করা উচিত নয়।

৩। উত্তর-পূর্ব কোণে রান্নাঘর থাকলে তার জন্য বাস্তু প্রতিকার নেওয়া উচিত।

৪। উত্তর-পূর্ব কোণে শৌচাগার থাকলে তার জন্য বিশেষ প্রতিকার নেওয়া জরুরি।

৫। বিবাহের পূ্র্বে ভাল জ্যোতিষশাস্ত্রজ্ঞ মানুষের কাছ থেকে যোটক বিচার করে নিতে হবে। তা হলে অনেক ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের সমস্যা এড়ানো যেতে পারে।

৬। বাড়িতে বা ফ্ল্যাটে কোনও কাঁটাযুক্ত গাছ না রাখাই ভাল।

৭। শোওয়ার ঘরে কোনও আয়না রাখা উচিত নয়। যদি থাকে তবে ভারী পর্দা দিয়ে ঢেকে রাখতে হবে।

৮। ধাতুর তৈরি কোনও খাটে (লোহা বা অ্যালুমিনিয়াম) ঘুমনো উচিত নয়। সব সময় কাঠের খাট ব্যবহার করা উচিত।

৯। ঈশান কোণে যাদের বাস্তুতে সমস্যা আছে তাদের প্রতিকার নেওয়া খুব প্রয়োজন, যাতে এই ধরনের সমস্যার সমাধান করা যেতে পারে।

১০। শোওয়ার ঘরে যেখানে স্বামী-স্ত্রী ঘুমবেন, সেখানেই একটাই বেড এবং ম্যাট্রেস থাকবে। দুটো খাট জোড়া দেওয়া যেন না হয়।

(ক্রমশ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement