—প্রতীকী ছবি।
শাশুড়ি মা ও জামাইয়ের মিষ্টি সম্পর্ক উদ্যাপনের দিন হল জামাইষষ্ঠী। বহু বাঙালি হিন্দু বাড়িতে এই দিনটি আড়ম্বরের সঙ্গে পালন করা হয়। খাওয়াদাওয়া ও উপহার আদানপ্রদানের মধ্যে দিয়ে মেয়ে-জামাইকে সঙ্গে নিয়ে শাশুড়ি ও বাড়ির অন্য সদস্যেরা দিনটি আনন্দের সঙ্গে কাটান। শাশুড়ি মায়েদের নানা রীতি-রেওয়াজও পালন করতে হয়। এ ক্ষেত্রে জামাইরা ছাড় পেয়ে যান, নিয়মের দায়ভার তাঁদের ঘাড়ে এসে পড়ে না। কিন্তু শাশুড়ি মায়ের জন্য উপহার বাছতে গিয়ে অনেক জামাইকেই হিমশিম খেতে হয়। শাড়ি তো প্রতি বছরই দেন, এই বছর নতুন কিছু দিতে চাইছেন? অন্য দিকে, উপহার হিসাবে যে কোনও জিনিস দেওয়া যায় না। এতে সম্পর্কে খারাপ প্রভাব পড়তে পারে। তাই জ্যোতিষশাস্ত্রের সাহায্যে জেনে নিন এই বছর শাশুড়ি মাকে কী উপহার দিলে সম্পর্কের বন্ধনও মজবুত হবে, আবার শাশুড়ি মায়ের মনও নতুন করে জয় করতে পারবেন।
শাশুড়ি মায়েদের জন্য শুভ উপহারের তালিকা:
বই: হতেই পারে যে আপনার শাশুড়ি মা বইপ্রেমী মানুষ। সংসারের চাপে এখন বইয়ের পাতা উল্টোতেই ভুলেই গিয়েছেন তিনি। জামাইষষ্ঠীতে তাঁকে বই উপহার দিয়ে তাঁর সেই হারিয়ে যাওয়া অভ্যাসকে আবার জাগিয়ে তুলতে পারেন। এতে আপনাদের সম্পর্কের বন্ধনও মজবুত হবে। শ্বশুরবাড়িতেও শুভ শক্তির সঞ্চার ঘটবে।
বিছানার চাদর: বিছানার চাদরও উপহার হিসাবে বেছে নিতে পারেন। তবে রঙের ব্যাপারে খেয়াল রাখতে হবে। সাদা বা যে কোনও হালকা রংকে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।
রান্নাঘরের সামগ্রী: রান্নাঘরের প্রয়োজনীয় যে কোনও জিনিস, যেমন মশলা রাখার কৌটো, কাটলারি সেট, ডিনার সেট প্রভৃতি উপহার দিতে পারেন। এ ছাড়া, রান্নাঘরের প্রয়োজনীয় বৈদ্যুতিন যন্ত্র, যেমন এয়ারফ্রায়ার, মাইক্রোঅয়েভ অভেন, গ্রাইন্ডার প্রভৃতি দিতে পারেন। এগুলিকে উপহার হিসাবে শুভ বলে মনে করা হয়।
পোশাক: অতি সাধারণ হলেও পোশাককে কখনওই উপহারের তালিকা থেকে বাদ রাখা যায় না। কিন্তু যে কোনও রঙের পোশাক দিলেই হবে না। এ ক্ষেত্রে রঙের বিষয়টি মাথায় রাখতে হবে। কালো বা অন্য কোনও গাঢ় রং উপহার দেওয়া যাবে না।
ঘর সাজানোর জিনিস: ঘর সাজানোর যে কোনও জিনিস উপহার হিসাবে নির্দ্বিধায় দিতে পারেন। কোনও ঠাকুরের ছবি বা মূর্তি, দেওয়ালে টাঙানোর ছবি প্রভৃতি দেওয়া যেতে পারে।
কাঁসার বাসন: বাঙালি হিন্দু বাড়িতে নানা কাজে কাঁসার বাসনের প্রয়োজন পড়ে। তাই উপহারের তালিকায় এই জিনিস রাখতেই পারেন। কাঁসার যে কোনও জিনিস উপহার হিসাবে দেওয়া শুভ বলে মনে করা হয়।
পুজোর সামগ্রী: পুজোর যে কোনও সামগ্রীও উপহার হিসাবে দেওয়া যেতে পারে। এতে সম্পর্ক মঙ্গলময় হবে।
ঘর সাজানোর গাছ: আপনার শাশুড়ি যদি গাছপ্রেমী হন, তা হলে তাঁকে গাছও উপহার দিতে পারেন। তুলসী, লাকি বাম্বু, জ়েড প্রভৃতি গাছ বাড়িতে রাখলে পজ়িটিভ এনার্জি বৃদ্ধি পায়।
কী কী দেওয়া যাবে না?
গায়ে মাখার সুগন্ধি, রুমাল, জুতো, কালো রঙের পোশাক, ঘড়ি এই সমস্ত জিনিস উপহারের তালিকা থেকে বাদ রাখতে পারলে ভাল হয়। শাস্ত্রে এগুলিকে শুভ বলে মনে করা হয় না। এগুলি দেওয়ার ফলে সম্পর্কে জটিলতা আসতে পারে বলে মনে করা হয়।