ছোটবেলায় বন্ধুরা কখন শত্রুতা করে

দেখে নেওয়া যাক কখন আসতে পারে মিত্রদের থেকে শত্রুতা

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share:

যে ব্যক্তিদের সঙ্গে বন্ধুরা শত্রুতা করে, তাদের মতো অভাগা আর হয় না। সুখে-দুঃখে সবসময় সবচেয়ে বেশি নির্ভরতার জায়গা হয়ে থাকে আমাদের প্রিয় বন্ধুটির সান্নিধ্য এবং পরামর্শ। আমাদের বন্ধুদের কাছে থাকে জীবনের সবচেয়ে গোপন ইতিহাস। এই বন্ধুরা যখন শত্রুতা করে, তখন মানুষের বিশ্বাসের ভিত নড়ে যায়।

Advertisement

এখন দেখে নেওয়া যাক কখন আসতে পারে মিত্রদের থেকে শত্রুতা-

রাশিচক্রে ষষ্ঠপতি ও চতুর্থপতির কোনও যোগাযোগ ঘটলে এরকম হয়ে থাকে। এমনকি বন্ধুদের চরম শত্রুতা জীবনহানি পর্যন্ত করতে পারে। একটা মানুষের সবচেয়ে দুর্বল স্থানগুলো একমাত্র তার বন্ধুই জানে। এমন ব্যক্তিগত দুর্বলতা, যা সে তার অতি আপনজনকেও বলার সাহস করে না। সেই দুর্বলতার হদিস রাখে বন্ধুরা। তাই বন্ধু যদি চায় তবে সব থেকে বেশি ক্ষতি করতে পারে যে কোনও মানুষের জীবনে। সম্পর্কের ভিত তৈরি হয় বন্ধুত্বের ওপর। সে সম্পর্ক হতে পারে সহপাঠীর সঙ্গে বা অন্য কারও সঙ্গে। সমস্ত সম্পর্কগুলো খালি এবং অপূর্ণ হয়ে যায় যদি তার মধ্যে বন্ধুত্বের বন্ধন না থাকে।

Advertisement

চতুর্থ স্থানে রাহুর স্থিতিও বন্ধুদের থেকে কিছুটা নিরাশ করে মানুষকে। তথাপি যদি ষষ্ঠপতি চতুর্থে বিরূপ নক্ষত্রে থাকে তবে বন্ধুস্থান এবং বন্ধুদের থেকে জাতকের সর্বতোভাবে ক্ষতির সম্ভাবনা থেকে যায়।

আরও পড়ুন: ঘুমের মধ্যে মা বা শাশুড়ির স্বপ্ন দেখলে তা থেকে কী বোঝা যায়

যদি অষ্টমপতি ও দ্বাদশপতি যুক্ত হয় এবং একাদশ স্থানও পীড়িত হয়, তখন জাতকের বন্ধুদের জন্য জীবন সংশয়ের সম্ভাবনা এসে যায়।

রবির সঙ্গে শনির অশুভ সম্বন্ধ হলে সরকার থেকে জাতককে ঝামেলার সম্মুখীন হতে হয়। সে ক্ষেত্রে বলা যায় যে, সরকার থেকে প্রাপ্য সাহায্য থেকে জাতক বঞ্চিত হয় এবং সরকারের বিরাগভাজন হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন