Vastu Tips

সদর দরজার সামনে ‘অশুভ’ রঙের পাপোশ পাতলেই ঘটবে বিপদ! কোন দিকে কোন রঙের পাপোশ পাতা নিষিদ্ধ?

সদর দরজার মুখ কোন দিকে রয়েছে সেই হিসাবে পাপোশের রং বাছাই করতে হয়। ভুল দিকে ভুল রঙের পাপোশ রাখলে জীবনে নানা সমস্যা নেমে আসতে পারে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৮:২৭
Share:

—প্রতীকী ছবি।

অনেকে হয়তো মনে করেন যে তুচ্ছ একটা পাপোশ মানুষের কী এমন করতে পারে! পাপোশের জন্যও যে ক্ষতি বা লাভ হয় সেটাও অনেকেই বিশ্বাস করেন না। তবে বাস্তুতে পাপোশের বিশেষ গুরুত্ব রয়েছে। বাস্তু অনুসারে যদি বাড়িঘর না সাজানো হয়, তা হলে সেই বাড়ির লোকেদের জীবন থেকে সমস্যা দূর হয় না। নিজেরা ভাল থাকার জন্য তাই বাড়ির প্রত্যেকটা জিনিস বাস্তুমতে সাজানো উচিত।

Advertisement

আমাদের ভাল থাকার জন্য বাড়ির বা ঘরের সদর দরজার উপর বিশেষ নজর দেওয়া উচিত। কারণ একটা বাড়ির ভাল-মন্দের ক্ষেত্রে সদর দরজার খুবই গুরুত্ব রয়েছে। সদর দরজার মুখ কোন দিকে রয়েছে সেই হিসাবে পাপোশের রং বাছাই করতে হয়। ভুল দিকে ভুল রঙের পাপোশ রাখলে জীবনে নানা সমস্যা নেমে আসতে পারে। এর প্রভাব আমাদের ভাগ্যের উপরও পড়তে দেখা যায়।

কোন দিকে কোন রঙের পাপোশ রাখতে নেই?

Advertisement

১) বাড়ির সদর দরজার মুখ উত্তর দিকে হলে সেখানে কখনও লাল রঙের পাপোশ ব্যবহার করা যাবে না।

২) দরজা দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিকে হলে সেখানে কালো এবং নীল রঙের পাপোশ রাখা থেকে বিরত থাকুন।

৩) সদর দরজার মুখ পশ্চিম বা উত্তর-পশ্চিমে হলে লাল এবং সবুজ পাপোশ একেবারেই রাখা যাবে না।

৪) সদর দরজা যদি পূর্ব দিকে হয়, তা হলে কালো রঙের পাপোশ কোনও ভাবেই রাখা যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement