অগ্রহায়ণ মাসে কোন পূজোয় ভাগ্যোন্নতি হয়

দেখে নেওয়া যাক অগ্রহায়ণ মাসে কোন পুজো ভাগ্যোন্নতির সহায়ক

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ০০:০০
Share:

পুজো আমরা অনেকেই করি। কিন্তু অধিকাংশই জানেন না ঠিক কোন মাসে কোন পুজো করাটা ভাগ্যোন্নতির সহায়ক। আসল কথাটা হল ঠিকঠাক সময় ঠিকঠাক পুজো করা।

Advertisement

অনেকেরই ধারণা, ভাদ্র, পৌষ এবং চৈত্র সর্বদাই অশুভ। যাকে মল মাস বলা হয়ে থাকে। কিন্তু শাস্ত্র বলছে, প্রয়োজন অনুযায়ী সব দিন, সব মাসই শুভ। আবার কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত অশুভও হয়ে থাকে। অবশ্য রাশিচক্রের সঠিক বিচারান্তেই তা নির্ধারিত হয়।

এখন দেখে নেওয়া যাক অগ্রহায়ণ মাসে কোন পুজো ভাগ্যোন্নতির সহায়ক—

Advertisement

অগ্রহায়ণ মাসের উত্তর ভাদ্রপদ ও মৃগশিরা নক্ষত্রে যথা নিয়মে দেবী কামাক্ষ্যা-সহ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের পুজো-পাঠ, কুলার্ঘ্য দান ও মনোবাঞ্ছা-সহ মন্ত্র উচ্চারণ করে যজ্ঞাগ্নিতে আহুতি দানে দেব-দেবীগণকে তুষ্ট করতে পারলে এবং পুজান্তে গোবৎসর্গ অথবা নীলকৃষ্ণোৎসর্গ করলে সাধক-সাধিকার সর্বসিদ্ধি সহ সর্ব মনোভিষ্ট পূর্ণ হয়ে থাকে।

আরও পড়ুন: পূর্বজন্মে আবেগপ্রবণ কাউকে ঠকিয়েছেন? জেনে নিন এই ভাবে

মনে রাখবেন, বিশ্বাস পুষ্ট ভক্তিই পুজার মুল উপকরণ। বাকি সবটাই লোক দেখানো উপাচার মাত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন