গ্রহের কোন অবস্থানে বিদেশ যাত্রা হবেই জেনে নিন 

দ্বাদশ ভাব থেকে বিদেশ যাত্রা বোঝায়। মনে রাখতে হবে রাহু বিদেশ যাত্রার কারক। রাহু একটি ছায়াগ্রহ। এই রাহুর প্রভাবেই জাতক-জাতিকার বিদেশ ভ্রমণ ঘটে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৯ ০০:০৫
Share:

জ্যোতিষ বিচারে লগ্ন হল দেশ, চতুর্থ ভাব জাতকের নিজের গৃহ, তৃতীয় ভাব প্রচেষ্টা। দ্বাদশ ভাব থেকে বিদেশ যাত্রা বোঝায়। মনে রাখতে হবে রাহু বিদেশ যাত্রার কারক। রাহু একটি ছায়াগ্রহ। এই রাহুর প্রভাবেই জাতক-জাতিকার বিদেশ ভ্রমণ ঘটে।
শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য নয়, নানা কারণে মানুষ বিদেশে যান। কারও আবার উদ্দেশ্য থাকে নিছকই বিদেশ ভ্রমণের।
বিদেশ যাত্রা হওয়ার গ্রহগত কারণ—
• লগ্ন, তৃতীয়, একাদশ, দ্বাদশ ভাব বা অধিপতিদের সংযোগী ভাবের সঙ্গে দশম ভাব বা অধিপতি যুক্ত হলে জাতক চাকরি বা কর্মসূত্রে বিদেশ যাত্রা করবে।

Advertisement

আরও পড়ুন: আপনার কি নিজের বাড়ি হবে? কী বলছে জ্যোতিষ

Advertisement

• লগ্ন, তৃতীয়, একাদশ, দ্বাদশ ভাব বা অধিপতিদের সংযোগী ভাব গঠনের সঙ্গে শনি বা রাহু বা কেতু বা বৃহস্পতির যোগ অতি অবশ্যই থাকতে হবে।
• শনি যুক্ত হলে বিলম্বে বিদেশ যাত্রা, রাহু যুক্ত হলে ঝামেলা-ঝঞ্ঝাট, কেতু যুক্ত হলে উদ্বেগ-অনিশ্চয়তার সঙ্গে বিদেশ যাত্রা ঘটবে।
• লন্ন, তৃতীয়, একাদশ, দ্বাদশ ভাব বা অধিপতিদের সংযোগী ভাবের সঙ্গে দশম ভাব বা অধিপতি যুক্ত হলে ব্যবসা বা বিবাহের জন্য বিদেশ যাত্রা হবে।
• লগ্ন, তৃতীয়, একাদশ, দ্বাদশ ভাব বা অধিপতিদের সংযোগী ভাবের সঙ্গে নবম ভাব বা অধিপতি যুক্ত হলে উচ্চ শিক্ষার জন্য বিদেশ ভ্রমণ হতে পারে।
• নবম, দ্বাদশ ও তৃতীয় ভাবের মধ্যে যদি গভীর সম্পর্ক থাকে তবে বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হয়।
• লগ্নপতি ভাগ্যস্থানে অবস্থান করলে এবং চতুর্থ ভাবপতি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাবে অবস্থিত হলে বিদেশ যাত্রার সুযোগ আসে।
• জাতচক্রে রাহু যদি লগ্ন, দশম বা দ্বাদশে অবস্থান করে, তবে বিদেশ যাত্রার যোগ তৈরি হয়।
• এ ছাড়াও, রবি অষ্টম ভাবে স্থিত হলে বিদেশ যাত্রার পক্ষে আদর্শ।
• ষষ্ঠ ভাবে স্থিত বৃহস্পতি জাতক-জাতিকাকে প্রবাসী করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন