আপনার জন্মলগ্ন অনুসারে ২০২০ সালে দেব-দেবীর পুজো করুন, দেখবেন অসাধ্য সাধন হবে

আমরা প্রায় প্রত্যেকেই কোনও না কোনও দেব-দেবীর পুজো করে থাকি। এক একটি বিশেষ দিনে এক এক দেব-দেবীর পুজো করার প্রচলনও আছে। যেমন মঙ্গলবার কোনও একজন দেবতার নয়, বেশ কয়েকজন দেবতার পুজো করা হয়। এই দিন সিদ্ধিদাতা গণেশ, কালী এবং হনুমানের পুজো করা হয়। যাঁরা এই দিন ব্রত করেন, তাঁরা খাবারে নুন দেন না। নুন ছাড়া খাবার খান।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ০০:০৫
Share:

আমরা প্রায় প্রত্যেকেই কোনও না কোনও দেব-দেবীর পুজো করে থাকি। এক একটি বিশেষ দিনে এক এক দেব-দেবীর পুজো করার প্রচলনও আছে। যেমন মঙ্গলবার কোনও একজন দেবতার নয়, বেশ কয়েকজন দেবতার পুজো করা হয়। এই দিন সিদ্ধিদাতা গণেশ, কালী এবং হনুমানের পুজো করা হয়। যাঁরা এই দিন ব্রত করেন, তাঁরা খাবারে নুন দেন না। নুন ছাড়া খাবার খান।

Advertisement

আপনার জন্মলগ্ন যদি জানা থাকে, তবে জেনে নিন ২০২০ সালে অশুভত্ব নিবারণে কোন দেব-দেবীর উপাসনা করা উচিত—

মেষ লগ্ন: মা বগলামুখীর উপাসনা করবেন।

Advertisement

বৃষ লগ্ন: হনুমানজির পুজো করবেন।

মিথুন লগ্ন: মা ছিন্নমস্তার পুজো করুন।

কর্কট লগ্ন: শিবের আরাধনা করুন।

আরও পড়ুন: কোন সাতটি রাশির মানুষের প্রেমে পরলেই ভাগ্য খুলে যাবে জেনে নিন

সিংহ লগ্ন: মা ষোড়শীর পুজো ও সূর্য দেবতাকে প্রণাম করবেন।

কন্যা লগ্ন: গণপতির পুজো করবেন।

তুলা লগ্ন: মা দক্ষিণাকালীর পুজো করবেন।

বৃশ্চিক লগ্ন: হনুমানজি বা মা বগলামুখীর পুজো করবেন।

ধনু লগ্ন: তারা মা ও মা বগলামুখীর পুজো করবেন।

মকর লগ্ন: শিবের পুজো করবেন।

কুম্ভ লগ্ন: মা দক্ষিণাকালী ও শিবের পুজো করবেন।

মীন লগ্ন: তারা মা ও মা বগলামুখীর পুজো করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন