Lottery Horoscope Prediction

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কোন কোন রাশির ভাগ্যে লটারিপ্রাপ্তির যোগ রয়েছে? জেনে নিন

লটারির টিকিট কাটার ইচ্ছা যদি হয়েই থাকে, তা হলে খুব বেশি চিন্তা না করে লটারি কেটেই ফেলুন। আপনার ভাগ্যে পুরস্কারপ্রাপ্তি থাকতেই পারে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৪
Share:
০১ ১৫

লটারির টিকিট কাটবেন ভাবছেন, কিন্তু যদি লাভের বদলে লোকসান হয় সেই ভেবে ভয় পাচ্ছেন? এত বেশি চিন্তাভাবনা করার দরকার নেই।

০২ ১৫

লটারির টিকিট কাটার ইচ্ছা যদি হয়েই থাকে, তা হলে খুব বেশি চিন্তা না করে লটারি কেটেই ফেলুন। আপনার ভাগ্যে পুরস্কারপ্রাপ্তি থাকতেই পারে।

Advertisement
০৩ ১৫

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে, অর্থাৎ ০১ তারিখ থেকে ০৮ তারিখের মধ্যে কোন কোন রাশির লটারিপ্রাপ্তির যোগ রয়েছে দেখে নিন।

০৪ ১৫

মেষ- মেষ রাশির জন্য সপ্তাহের মধ্যভাগটা বেশ শুভ রয়েছে, সেই সময়ে লটারির টিকিট কেটে দেখতে পারেন।

০৫ ১৫

বৃষ- ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বৃষ রাশির অর্থপ্রাপ্তির যোগ খুব বেশি দেখা যাচ্ছে না। লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।

০৬ ১৫

মিথুন– মিথুন রাশির জাতক-জাতিকারা ইচ্ছে থাকলে সপ্তাহের শেষভাগে লটারি কেটে দেখতে পারেন। খুব ভেবেচিন্তে তবেই সিদ্ধান্ত নিন। প্রাপ্তিযোগ বিশেষ ভাল নয়।

০৭ ১৫

কর্কট– এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের লটারিযোগ মোটামুটি রয়েছে। মন চাইলে একবার লটারি কেটে দেখতে পারেন।

০৮ ১৫

সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে আয়ের থেকে খরচ বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। লটারি কাটার ক্ষেত্রে ভেবেচিন্তে এগোবেন।

০৯ ১৫

কন্যা– এই সপ্তাহে কন্যা রাশির জন্য আয়-ব্যয় সমান দেখা যাচ্ছে, এই কথাটা মাথায় রেখে লটারির দিকে এগোন।

১০ ১৫

তুলা– তুলা রাশির অর্থভাগ্য এই সপ্তাহে খুব একটা খারাপ নেই। ভাগ্য পরখ করতে চাইলে একবার লটারির টিকিট কেটে দেখতে পারেন।

১১ ১৫

বৃশ্চিক– এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা লটারির দিকে এগোবেন না। লাভের বদলে লোকসান হওয়ার আশঙ্কাই বেশি দেখা যাচ্ছে।

১২ ১৫

ধনু– ধনু রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শুরুতে একবার চেষ্টা করে দেখলেও, শেষের দিকে ভুল করেও লটারির টিকিট কাটবেন না।

১৩ ১৫

মকর– এই সপ্তাহের শেষের দিকটা মকর রাশির জন্য বেশ শুভ রয়েছে। ভাগ্য পরখ করতে চাইলে এক বার লটারির টিকিট কেটে দেখতে পারেন।

১৪ ১৫

কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকারা কম অঙ্কের হলেও গোটা সপ্তাহের যে কোনও সময়ে একবার লটারি কাটতে পারেন। প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে।

১৫ ১৫

মীন– এই সপ্তাহে মীন রাশির জাতক-জাতিকাদের লটারি থেকে একটু দূরে থাকাই শ্রেয় হবে। লাভের বদলে লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে। (লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement