Lottery Horoscope Prediction for Dhanteras 2025

সোনা কেনার টাকা জোগাবে লটারি! ধনতেরসে লটারি কেটে চার রাশির কপাল খুলবে, হতে পারে দারুণ অর্থপ্রাপ্তি

অনেকেই রয়েছেন যাঁরা যে কোনও শুভ মুহূর্তে, অর্থাৎ যে কোনও পুজো-অনুষ্ঠানে নিজের ভাগ্যকে যাচাই করে থাকেন। সেগুলির মধ্যে একটি হল লটারি কাটা। বিশেষ দিনগুলিতে অনেকেরই ভাগ্য যাচাই করে দেখার ইচ্ছা জাগে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৫:৪৬
Share:

—প্রতীকী ছবি।

অক্টোবর মাস মানেই উৎসবের সমাহার। এই মাসে নানা উৎসবে মেতে থাকি আমরা। আর উৎসবের মরসুমে নিজের ভাগ্যকে যাচাই করে নিতে কে না চায়! এমন সময় আর্থিক দিকটা খুব ভাল হোক এটা আমাদের সকলেরই ইচ্ছা থাকে। যদিও এই ইচ্ছায় কারও ভাগ্য সঙ্গ দেয়, আবার কারও ভাগ্য সঙ্গ দেয় না। তবে অনেকেই রয়েছেন যাঁরা যে কোনও শুভ মুহূর্তে, অর্থাৎ যে কোনও পুজো-অনুষ্ঠানে নিজের ভাগ্যকে যাচাই করে থাকেন। সেগুলির মধ্যে একটি হল লটারি কাটা। বিশেষ দিনগুলিতে অনেকেরই মনে ভাগ্য যাচাই করে দেখার ইচ্ছা জাগে। সেই ইচ্ছা থেকে অনেকেই লটারি কেটে থাকেন। এই বছর ধনতেরসের দিন কোন কোন রাশি লটারি কেটে লাভের মুখ দেখতে পারেন দেখে নিন।

Advertisement

বৃষ: এই বছর ধনতেরসের সময় বৃষ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য যথেষ্ট সঙ্গ দেবে। হঠাৎ আর্থিক উন্নতির একটা সুযোগ পেতে পারেন। অর্থপ্রাপ্তির দিকে মোটামুটি আশা রাখতে পারেন। এই রাশির শুধু অর্থ নয়, ধনতেরসের সব দিকটাই ভাল দেখা যাচ্ছে।

কর্কট: কর্কট রাশির ব্যক্তিদের জন্যও এই ধনতেরস খুব ভাল কিছু আনতে চলেছে। আর্থিক উন্নতির সঙ্গে কর্মেও উন্নতি ঘটবে। অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে। ভাগ্য যাচাই করে দেখতে চাইলে লটারি কেটে দেখতে পারেন। তবে সহনশীলতা বজায় রাখতে হবে।

Advertisement

কন্যা: এই বছরের ধনতেরস কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই মঙ্গলময় হতে চলেছে। না চাইতেই হাতে অর্থ আসতে পারে। অর্থপ্রাপ্তির ভাল সুযোগ আসতে পারে। সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে অর্থপ্রাপ্তি নিশ্চিত। এই দিন কম অঙ্কের হলেও লটারি কেটে দেখতে পারেন।

মীন: মীন রাশির আর্থিক উন্নতি হবেই এই বছর ধনতেরসে। প্রথম দিকে সফল না হলেও, বার বার চেষ্টা চালিয়ে যেতে হবে। লটারিতে অথবা যে কোনও ক্ষেত্র থেকে অপ্রত্যাশিত ভাবে টাকা পেতে পারেন। ধনতেরস এই রাশির মানুষদের জন্য অত্যন্ত সুখের সময় নিয়ে আসছে।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement