Manipur Unrest

রাষ্ট্রপতি শাসন তুলুন! মণিপুরে সরকার গড়তে চেয়ে রাজ্যপাল ভল্লাকে চিঠি দিলেন বিজেপি-সহ এনডিএ-র ২২ জন বিধায়ক

মণিপুরে আবার সরকার গঠনের তোড়জোড় শুরু করল বিজেপি। রাষ্ট্রপতি শাসন এ বার তুলে নেওয়া হোক, এই দাবি তুলে এ বার রাজ্যপালের দ্বারস্থ বিজেপি বিধায়কেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১৪:০২
Share:

মণিপুরে সেনাবাহিনী। —ফাইল ছবি।

মণিপুরে আবার সরকার গঠনের তোড়জোড় শুরু করল বিজেপি। রাষ্ট্রপতি শাসন এ বার তুলে নেওয়া হোক, এই দাবি তুলে এ বার রাজ্যপালের দ্বারস্থ বিজেপি বিধায়কেরা। বিজেপির আট জন-সহ মোট ১০ জন এনডিএ বিধায়ক বুধবার মণিপুরের রাজ্যপাল অজয়কুমার ভল্লার কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানিয়েছেন। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

Advertisement

গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মণিপুরের ২১ জন বিধায়ক। প্রধানমন্ত্রীর কাছে তাঁদের আর্জি ছিল, মণিপুরে আবার সরকার গঠন করা হোক। বুধবার যাঁরা রাজ্যপালের দ্বারস্থ হন, তাঁদের মধ্যে বিজেপির আট বিধায়ক ছাড়াও এক জন এনপিপি বিধায়ক এবং এক জন নির্দল বিধায়ক ছিলেন।

নিশিকান্ত সিংহ নামে ওই নির্দল বিধায়ক বলেন, ‘‘আমরা আশা করছি, শীঘ্রই মণিপুরে সরকার গঠন হবে। আমরা রাজ্যপালকে একটি চিঠি দিয়েছি। যে সব বিধায়ক আমাদের সমর্থন করছেন, তাঁদের সইও রয়েছে। ওই চিঠিতে ২২ জন সই করেছেন।’’

Advertisement

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করেছিল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রায় দু’বছর ধরে অশান্ত মণিপুর। সেই আবহে বীরেন সিংহ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরেও নতুন কোনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। অচলাবস্থা তৈরি হওয়ায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। বিজেপি সূত্রে খবর, দলীয় বিধায়কদের একাংশ মনে করছেন, রাষ্ট্রপতি শাসন জারি করে মণিপুরের অশান্ত পরিস্থিতি আপাতত মোকাবিলা করা গিয়েছে। এই পরিস্থিতিতে এখন আর রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন নেই। আবার সেখানে গণতান্ত্রিক সরকার গঠন হোক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement