Crocodile

মন্দিরে কুমির! ভয়ঙ্কর ‘ভক্ত’কে দেখে চমকে উঠলেন পুরোহিত

সাতসকালে যে এমন দৃশ্য দেখবেন মন্দির চত্বরে, তা বোধহয় দুঃস্বপ্নেও কল্পনাও করতে পারেননি পুরোহিত। মন্দিরে সব ভক্তদের জন্যই অবারিত দ্বার। তাই বলে এমন ভয়ঙ্কর ভক্ত মোটেই আশা করেননি তিনি। সকাল সকাল পুজো করতে মন্দিরে ঢুকছিলেন পুরোহিত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মে ২০১৭ ০৯:৩২
Share:

প্রতীকী চিত্র।

সাতসকালে যে এমন দৃশ্য দেখবেন মন্দির চত্বরে, তা বোধহয় দুঃস্বপ্নেও কল্পনাও করতে পারেননি পুরোহিত। মন্দিরে সব ভক্তদের জন্যই অবারিত দ্বার। তাই বলে এমন ভয়ঙ্কর ভক্ত মোটেই আশা করেননি তিনি। সকাল সকাল পুজো করতে মন্দিরে ঢুকছিলেন পুরোহিত। হঠাত্ দেখেন, ধীর গতিতে মন্দিরের ভিতরে ঢুকে আসছে প্রায় ১২ ফুট লম্বা আস্ত একটি কুমির! একটুও দেরি না করে গ্রামের বাসিন্দাদের খবর দেন তিনি। খবর পেয়ে গ্রামবাসিরা এসে কুমিরটিকে দড়ি দিয়ে বেঁধে মন্দির চত্বর থেকে সরানোর চেষ্টা করতে থাকেন। প্রথমটায় কিছুতেই বাগে আনা যাচ্ছিল না ভয়ঙ্কর সরীসৃপটিকে। শেষে কোনও রকমে তাকে জঙ্গলের ভিতর ছেড়ে দিয়ে আসা হয়।

Advertisement

আরও পড়ুন...
কাদামাখা কুমিরকে কী করলেন কৃষকরা? দেখুন ভিডিও

দিন দু’য়েক আগে ঘটনাটি ঘটেছে, কর্নাটকের বাগালকোট গ্রামে। এই গ্রামে কুমিরের উৎপাত অবশ্য কোনও নতুন কিছু নয়। আসলে প্রচণ্ড গরমে এলাকার নদী-নালা সবই প্রায় শুকিয়ে গিয়েছে। তাই প্রাণ বাঁচাতে বাধ্য হয়েই লোকালয়ে ঢুকে পড়ছে কুমির। বারবার এই ভাবে লোকালয়ে কুমির ঢুকে পড়ার ঘটনায় চিন্তিত স্থানীয় বাসিন্দারা। ব্যবস্থা নেওয়ার জন্যও স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement