National News

সূর্যের আলোয় চলবে বাইক, নতুন আবিষ্কারে চমকে দিল ১৩ বছরের বালক

ক্রমবর্ধমান বায়ুদূষণ নিয়ে যখন বিশ্বজুড়ে চলছে হাজার পরীক্ষা-নিরীক্ষা, অপ্রচলিত শক্তির ব্যবহারের উপর যখন জোর দেওয়া হচ্ছে প্রবল ভাবে, সেই সময়ই চমকে দিল ১৩ বছরের এক বালক। বাতিল যন্ত্রপাতি দিয়ে তৈরি করে ফেলল আস্ত একটা বাইক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৭ ১০:৩২
Share:

নিজের তৈরি সোলার বাইকে অভনীত।

ক্রমবর্ধমান বায়ুদূষণ নিয়ে যখন বিশ্বজুড়ে চলছে হাজার পরীক্ষা-নিরীক্ষা, অপ্রচলিত শক্তির ব্যবহারের উপর যখন জোর দেওয়া হচ্ছে প্রবল ভাবে, সেই সময়ই চমকে দিল ১৩ বছরের এক বালক। বাতিল যন্ত্রপাতি দিয়ে তৈরি করে ফেলল আস্ত একটা বাইক। তাও আবার পরিবেশ-বান্ধব।

Advertisement

হরিয়ানার গণ্ড গ্রাম রিয়ারি। সেখানকার বাসিন্দা অভনীত কুমার। বয়স মাত্র ১৩। কিন্তু বয়সে কী আসে যায়? উদ্ভাবনী শক্তিতে অনেকের চেয়ে এগিয়ে রয়েছে সে।

ছোট্ট একটি তিন চাকার সাইকেলই ছিল অভনীতের সম্বল। হঠাৎই সেটাকে ‘রি-মডেলিং’ করার চিন্তা আসে মাথায়। যেমন ভাবা তেমন কাজ। সাইকেলের পিছনে একটি সোলার প্যানেল বসিয়ে দেয় অভিনীত। সূর্যের আলোয় দিনে একবার চার্জ করতে হয়। আর এতেই কেল্লফতে! অভনীতকে নিয়ে দিব্যি ছুটছে তার পরিবেশ-বান্ধব বাইক।

Advertisement

আরও পড়ুন: উত্তরপ্রদেশের জঙ্গলে খোঁজ মিলল বাস্তবের ‘মোগলি’র!

অভনীতের তৈরি সেই সোলার বাইক

সম্প্রতি সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে হরিয়ানার খুদে তারকা জানিয়েছে তার পরবর্তী ইচ্ছার কথা। এরপর সৌরবিদ্যুৎ চালিত গাড়ি বানানোর ইচ্ছা আছে তার। ‘‘টাটার তৈরি ন্যানোর থেকেও কম দামে সোলার গাড়ি বানিয়ে চমকে দিতে চাই আমি’’— উজ্জ্বল মুখে বলল অভনীত।

সূত্রের খবর, প্রযুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনার জন্য এই বিস্ময় প্রতিভাকে জাপানে পাঠানোর পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার।

(ছবি: টুইটারের সৌজন্যে)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement