Dense Fog In Delhi

দেরিতে চলছে ২২টি ট্রেন, থমকে ১৩৪টি বিমান, বৃহস্পতিবার সকালেও ঘন কুয়াশায় ঢাকল দিল্লি

কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকবে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পঞ্জাবের বিস্তীর্ণ এলাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩ ১১:০৯
Share:

ঘন কুয়াশায় ঢেকেছে দিল্লি। ছবি: পিটিআই।

গত কয়েক দিনের মতো বৃহস্পতিবার সকালেও ঘন কুয়াশায় ঢাকা পড়ল রাজধানী দিল্লি। দৃশ্যমানতা কম থাকার কারণে বৃহস্পতিবার ভোর থেকেই দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে ১৩৪টি বিমান দেরিতে চলছে। দিল্লি-সহ উত্তর ভারতমুখী একাধিক ট্রেনও ২২টি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় অনেক দেরিতে চলছে।

Advertisement

অন্য দিকে, কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকবে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। অর্থাৎ, ভোর এবং সকালের দিকে তো বটেই, বেলা গড়ালেও চলতি বছরে এই রাজ্যগুলির অনেক জায়গাতেই রোদের দেখা না-ও মিলতে পারে।

ঘন কুয়াশার কারণে বুধবারের পর বৃহস্পতিবারও উত্তরপ্রদেশের বহু স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের তরফে রাত কিংবা ভোরের দিকে রাস্তায় বেরোলে চড়া আলো ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। দিল্লিতে কুয়াশার সঙ্গী হয়েছে ঠান্ডাও। বৃহস্পতিবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রিতে নেমে এসেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিন সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রির বেশি হবে না। এর কারণ হিসাবে উত্তর ভারত থেকে বয়ে আসা শীতল হাওয়ার স্রোতকেই দায়ী করছে হাওয়া অফিস।

Advertisement

বুধবারও কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে ১১০টি বিমান দেরিতে ওঠানামা করেছে। দৃশ্যমানতা কম থাকায় ছোটবড় দুর্ঘটনাও ঘটেছে। আগরা-লখনউ সড়কে একাধিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক জন মারা গিয়েছেন। ১২ জন আহত হয়েছেন। বরেলিতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি বাড়িতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন