Death

Death after Consuming Polluted water: কেন্দ্রীয় মন্ত্রীর লোকসভা এলাকায় দূষিত জল খেয়ে মৃত ২, অসুস্থ আরও ৪৫

কুয়োর দূষিত পানীয় জলের প্রকোপে প্রাণ গেল দুই ব্যক্তির। মধ্যপ্রদেশের দামোহ শহরের কাছে খানছড়ি পাটি গ্রামে এই ঘটনা ঘটেছে।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ০৮:০৯
Share:

প্রতীকী ছবি।

কুয়োর দূষিত পানীয় জল খেয়ে প্রাণ গেল দুই ব্যক্তির। একই সঙ্গে দূষিত জল খাওয়ার পর অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আরও ৪৫। মধ্যপ্রদেশের দামোহ শহরের কাছে খানছড়ি পাটি গ্রামে এই ঘটনা ঘটেছে। যেখানে এই ঘটনা ঘটেছে, সেই জায়গা কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী প্রহ্লাদ পটেলের লোকসভা এলাকার মধ্যে পড়ে।

Advertisement

সূত্রের খবর, খানছড়ি পাটি গ্রামের এক বয়স্ক পুরুষ ও মহিলা এই জল খাওয়ার পর অসুস্থ বোধ করতে শুরু করেন। স্বাস্থ্য বিভাগের দল চিকিৎসা করতে আসার আগেই তাঁরা মারা যান। এর পর আরও দশ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় দামোহ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয় আরও পঁয়ত্রিশ জনকে ।

মৃত ব্যক্তির নাতনির দাবি, কুয়োর মধ্যে নোংরা জল ঢুকে যাওয়ার কারণেই তা দূষিত হয়ে পড়ে।

Advertisement

জেলা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কূপের দূষিত জল খাওয়ার পর পেটের ভিতর তীব্র প্রদাহ শুরু হওয়ার ফলেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তবে বর্তমানে প্রায় সব রোগী স্থিতিশীল। পাশাপাশি, স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হওয়া ব্যক্তিদেরও সঠিক চিকিৎসা শুরু হয়েছে। এই গ্রামের আর কোনও ব্যক্তি যাতে দূষিত জল খেয়ে মারা যান, তা নজরে রাখতে চিকিৎসকদের দল নিয়মিত গ্রামের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন বলেও জেলা হাসপাতালের চিকিৎসক সচিন মালাইয়া জানিয়েছেন।

তবে জেলার একাধিক জায়গা থেকে প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রীর লোকসভা এলাকায় কী করে এই ঘটনা ঘটে? পাশাপাশি, প্রশ্ন উঠছে যে, যেখানে জলশক্তি মন্ত্রালয় ২০২৪ সালের মধ্যে ‘জল জীবন’ প্রকল্পের আওতায় ভারতের প্রতিটি বাড়িতে জলের কল লাগানোর পরিকল্পনা করছে, সেখানে খোদ জলশক্তি প্রতিমন্ত্রীর লোকসভা কেন্দ্রে এ রকম ঘটনা ঘটে কী করে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন