Hizbul Mujahideen

দুই হিজবুল জঙ্গি গ্রেফতার কাশ্মীরে

জম্মু-কাশ্মীরের বারামুলা জেলার হান্দওয়ারা থেকে হিজবুল মুজাহিদিনের দুই জঙ্গিকে গ্রেফতার করে সেনা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুন ২০১৭ ১৭:১৯
Share:

বারামুলার সেনা অভিযান।—পিটিআই

বড়সড় জঙ্গি নাশকতার ছক বানচাল করে দিল ভারতীয় সেনাবাহিনী।

Advertisement

সোমবার জম্মু-কাশ্মীরের বারামুলা জেলার হান্দওয়ারা থেকে হিজবুল মুজাহিদিনের দুই জঙ্গিকে গ্রেফতার করে সেনা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র।

আরও পড়ুন: ১১ পাক বন্দিকে মুক্তি দিচ্ছে নয়াদিল্লি

Advertisement

সেনাবাহিনীর দাবি, সীমান্ত এলাকায় নাশকতার ছক কষেছিল পাক মদতপুষ্ট ওই জঙ্গিরা।পরে সাংবাদিক বৈঠক করে সেনাবাহিনীর তরফে জানানো হয়, বারামুলা জেলায় হিজবুল মুজাহিদিনের একটি চক্র সক্রিয় রয়েছে বলে খবর পেয়েছিল তারা। আর তার পরের দিনই অভিযান চালানো হয়। মুজাহিদিন জঙ্গি চক্রের খোঁজ মেলায় বারামুলার পার্শ্ববর্তী এলাকায় এ দিন তল্লাশি অভিযান চালায় সেনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement