ধৃত বিএসএফ জওয়ান। ছবি: সংগৃহীত।
অনলাইন জুয়ায় আসক্তি! তারই টাকা জোগাড় করতে খেলনা বন্দুক দেখিয়ে গয়নার দোকানে লুট করলেন সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ান! সম্প্রতি দিল্লির শাহদারা জেলায় ঘটনাটি ঘটেছে। ২২ বছর বয়সি ওই কনস্টেবলকে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত ১৯ জুন তাঁদের ফোন করে জানানো হয়, বন্দুক নিয়ে ভয় দেখিয়ে এক ব্যক্তি ফরশ বাজার এলাকায় এক গয়নার দোকান থেকে বেশ কয়েকটি সোনার ব্রেসলেট ছিনতাই করেছেন। এর পর সেখান থেকে চম্পট দেন ওই ‘চোর’। ঘটনায় মামলা দায়ের করে ফেরার অভিযুক্তের খোঁজে তদন্তে নামে পুলিশ। তদন্ত কিছু দূর এগোতেই পুলিশের চক্ষু চড়কগাছ! জানা যায়, অভিযুক্ত যুবক আর কেউ নন, বিএসএফের কন্সেটবল।
অপরাধস্থল এবং তার আশপাশের বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়। পুলিশ সূত্রে খবর, ওই কনস্টেবলের নাম গৌরব যাদব। তিনি মধ্যপ্রদেশের শিবপুরীর বাসিন্দা। শিবপুরীর বাড়ি থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। জেরার মুখে ডাকাতির কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। তাঁর ঘর থেকে চুরি যাওয়া দু’টি সোনার ব্রেসলেটও উদ্ধার করেছে পুলিশ।
জিজ্ঞাসাবাদে গৌরব জানান, ২০২৩ সালে তিনি বিএসএফ-এ যোগদান করেছিলেন। ২০২৫ সালের মে মাসে তাঁর প্রশিক্ষণ শেষ হয়। পোস্টিং হয় পঞ্জাবের ফাজিলকাতে। এই সময় তিনি অনলাইনে জুয়া খেলার প্রতি আসক্ত হয়ে পড়েন। সে জন্য বহু টাকা খোয়াতেও হয় তাঁকে। এর পরেই গৌরব পরিকল্পনা করেন, অন্য কোনও পথে টাকা রোজগার করবেন। যেমন ভাবা, তেমন কাজ! ১৮ জুন কর্মক্ষেত্র থেকে ছুটি পেয়ে মধ্যপ্রদেশে ফেরার পথে দিল্লিতে নেমে একটি দোকান থেকে খেলনা বন্দুকও কিনে ফেলেন গৌরব। সেটি নিয়েই স্থানীয় এক গয়নার দোকানে ডাকাতি করে চম্পট দেন। এর পর একে একে মেরঠ, লখনউ হয়ে শিবপুরীতে পৌঁছোন। সেখানেই এত দিন গা-ঢাকা দিয়েছিলেন তিনি। ইতিমধ্যেই চুরি যাওয়া দু’টি ব্রেসলেট ২ লক্ষ টাকায় বিক্রি করেছেন গৌরব। সেগুলিরও খোঁজ চলছে।