National News

গাড়ি থেকে নামিয়ে পর পর গুলি, হরিয়ানায় খুন ২২ বছরের গায়িকা

পাণিপথের পুলিশ সুপার রাহুল শর্মা জানিয়েছেন, গত কাল হরিয়ানার পাণিপথ জেলার চমরাড়া গ্রামে একটি জলসায় গিয়েছিলেন হর্ষিতা। সেখানে তাঁর গানের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান সেরে বিকেল ৪টে নাগাদ গাড়িতে করে বাড়ি ফিরছিলেন হর্ষিতা।

Advertisement

সংবাদ সংস্থা

চণ্ডীগড় শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৭ ১১:৩৭
Share:

ছবি হর্ষিতা দাহিয়ার ফেসবুক পেজের সৌজন্যে।

ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছিলেন, খুনের হুমকি পাচ্ছেন। শেষমেশ তা যে এমন মর্মান্তিক ভাবে সত্যি হবে কে জানত! মঙ্গলবার অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর গুলিতে খুন হলেন হরিয়ানার ২২ বছরের গায়িকা হর্ষিতা দাহিয়া।

Advertisement

পাণিপথের পুলিশ সুপার রাহুল শর্মা জানিয়েছেন, গত কাল হরিয়ানার পাণিপথ জেলার চমরাড়া গ্রামে একটি জলসায় গিয়েছিলেন হর্ষিতা। সেখানে তাঁর গানের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান সেরে বিকেল ৪টে নাগাদ গাড়িতে করে বাড়ি ফিরছিলেন হর্ষিতা। সঙ্গে ছিলেন তাঁর দুই সহযোগী ও ড্রাইভার। দিল্লির নরেলা এলাকায় বাড়ি হর্ষিতার। আচমকাই অন্য একটা গাড়ি পিছনে থেকে এসে হর্ষিতাদের গাড়ির সামনে এসে রাস্তা আটকে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে আসে অজ্ঞাতপরিচয় দুই সশস্ত্র দুষ্কৃতী। হর্ষিতার ড্রাইভার ও তাঁর সহযোগীকে গাড়ি থেকে নেমে দাঁড়াতে বলে তারা। ওই তিন জন গাড়ি থেকে নেমে দাঁড়ালে হর্ষিতাকে লক্ষ্য করে পর পর গুলি চালায় দুষ্কৃতীরা। অন্তত সাতটি গুলি লাগে হর্ষিতার ঘাড়ে ও কপালে। ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরও পড়ুন

Advertisement

দুর্ঘটনায় শয্যাশায়ী পাত্রী, আইসিইউ-তেই আংটি বদল, সিঁদুরদান

‘ছোটবেলায় ভিনগ্রহীরা তুলে নিয়ে গিয়েছিল আমাকে’

চার বছর পর ঘরে ফিরে কেঁদে ফেললেন নূপুর

পুলিশ সূত্রে খবর, জামাইবাবুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন হর্ষিতা। তা ছাড়া, দিল্লিতে মাস কয়েক আগে মায়ের খুনের প্রত্যক্ষদর্শীও ছিলেন তিনি। ওই দু’টি ঘটনার সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। এর সঙ্গে এই খুনের কোনও সম্পর্ক আছে কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ। যদিও হর্ষিতার বোন লতার দাবি, তাঁর স্বামীই খুন করেছে হর্ষিতাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন