পুলওয়ামায় অভিযুক্ত ২৩ বছরের জঙ্গি

পুলওয়ামার হামলার পিছনে বছর তেইশের মুদাসির আহমেদ খানের হাত রয়েছে বলে দাবি এনআইএ সূত্রের। সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখে গোয়েন্দারা মনে করছেন ওই হামলায় ব্যবহৃত গাড়ি ও বিস্ফোরক সরবরাহ করেছিল মুদাসির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীনগর শেষ আপডেট: ১১ মার্চ ২০১৯ ০৩:৫৯
Share:

ভয়ঙ্কর সেই হামলার পর পুলওয়ামা। —ফাইল চিত্র।

পুলওয়ামার হামলার পিছনে বছর তেইশের মুদাসির আহমেদ খানের হাত রয়েছে বলে দাবি এনআইএ সূত্রের। সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখে গোয়েন্দারা মনে করছেন ওই হামলায় ব্যবহৃত গাড়ি ও বিস্ফোরক সরবরাহ করেছিল মুদাসির। বছর তেইশের মুদাসির পুলওয়ামারই ত্রাল এলাকার বাসিন্দা। গোয়েন্দাদের দাবি, ২০১৭ সালে জইশ ই মহম্মদে যোগ দেয় সে। পরে জইশ নেতা নুর মহম্মদ তান্ত্রের প্রভাবে সে আরও সক্রিয় ভাবে জঙ্গি কার্যকলাপে যুক্ত হয়। ২০১৭-র ডিসেম্বরে নুর মহম্মদ নিহত হওয়ার পর গা ঢাকা দেয় মুদাসির।

Advertisement

গোয়েন্দাদের দাবি, মুদাসিরের সঙ্গেই যোগাযোগ রাখছিল পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি আদিল দার। ২০১৮ সালে পুলওয়ামায় সিআরপিএফ হামলাতেও অভিযুক্ত মুদাসিরের।

অন্য দিকে আজ জম্মু-কাশ্মীর সরকারের নীতির প্রতিবাদ জানাতে ফাঁকা প্রথম পাতা প্রকাশ করেছে উপত্যকার অধিকাংশ দৈনিক। প্রথম পাতায় শুধু লেখা হয়েছে, ‘‘কোনও কারণ না দেখিয়ে কাশ্মীরের দু’টি সংবাদপত্রকে সরকারি বিজ্ঞাপন দেওয়া বন্ধের প্রতিবাদে এই পদক্ষেপ।’’ কাশ্মীর এডিটর্স গিল্ডের দাবি, দু’টি প্রথম সারির সংবাদপত্রকে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করেছে রাজ্য সরকার। সংবাদমাধ্যমকে চাপে ফেলতেই রাজ্য সরকারের এই নীতি বলে দাবি সম্পাদক সংগঠনের।

Advertisement

আরও পডু়ন: লোকসভা নির্বাচনে ১১ এপ্রিল থেকে সাত দফায় ভোটগ্রহণ, ফল ঘোষণা ২৩ মে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন