Lashker-e-Taiba

কাশ্মীরে সেনার হাতে খতম সেই তিন লস্কর জঙ্গি

শুরু হয় সেনা-জঙ্গি দু’পক্ষের মধ্যে গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন জঙ্গির মৃত্যু হয়। পরে পুলিশ মৃত তিন জঙ্গির দেহ চিহ্নিত করে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৭ ১৩:৪৮
Share:

প্রতীকী ছবি।

এ বছরের জুলাই মাসে অমরনাথ যাত্রীদের একটি বাসে হামলা চালিয়েছিল লস্কর-ই-তৈবার জঙ্গিরা। হামলায় প্রাণ হারিয়েছিলেন সাত জন। সেই হামলার সঙ্গে জড়িত তিন লস্কর জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা বাহিনী। সোমবার রাতে দক্ষিণ কাশ্মীরে সেনা বাহিনীর সঙ্গে গুলিযুদ্ধে মৃত্যু হয় তাদের।

Advertisement

মঙ্গলবার জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার দুপুরে হঠাৎ সেনা বাহিনীর একটি কনভয় লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তখন সেনা কনভয়টি জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক দিয়ে কাজিগুন্দে যাচ্ছিল। হামলায় এক সেনা জওয়ানের মৃত্যু হয়। অন্য এক জন গুরুতর জখম হন।

এর পরই গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। শুরু হয় সেনা-জঙ্গি দু’পক্ষের মধ্যে গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন জঙ্গির মৃত্যু হয়। পরে পুলিশ মৃত তিন জঙ্গির দেহ চিহ্নিত করে।

Advertisement

আরও পড়ুন: দুধের শিশুকে খুন করে ওয়াশিং মেশিনে ঢোকালেন মা!

পুলিশ জানিয়েছে, মৃত এক জঙ্গির নাম জওহর বাসির। সে কুলগামের হাবিআসের বাসিন্দা। অপর দু’জন হল আবু ফারকান এবং আবু মাভিয়া, তারা পাকিস্তানের বাসিন্দা।

আরও পড়ুন: মোদী-ভূমেই জমি হারাচ্ছে বিজেপি

গত জুলাই মাসে বাতেঙ্গুতে শ্রীনগর-জম্মু সড়কে অমরনাথ যাত্রীদের একটি বাস লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। অন্ধকারের সুযোগে দ্রুত গা ঢাকা দেয় তারা। ওই হামলায় নিহত হন এক মহিলা-সহ ৭ তীর্থযাত্রী। বাকিরা ওই বাসের চালকের তৎপরতায় বেঁচে গিয়েছিলেন। সকলেই গুজরাতের বাসিন্দা। জঙ্গিদের গুলিতে আহত হন তিন পুলিশকর্মী-সহ ১৪ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement