Building Collapsed in Delhi

আচমকাই হুড়মুড়িয়ে বহুতল ভেঙে পড়ল দিল্লির রোহিণীতে! ভিতরে আটকে একাধিক, ঘটনাস্থলে পুলিশ ও দমকল

আচমকাই হুড়মুড়িয়ে বহুতল ভেঙে পড়ল দিল্লিতে। বুধবার রোহিণীর সেক্টর ৭ এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং দমকল।

Advertisement
শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৮:২৯
Share:

দিল্লিতে ভেঙে পড়ল বহুতল। ছবি: সংগৃহীত।

আচমকাই হুড়মুড়িয়ে বহুতল ভেঙে পড়ল দিল্লিতে। বুধবার রোহিণীর সেক্টর ৭ এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল। দমকল সূত্রে খবর, বহুতল ভেঙে পড়ে ভিতরে অন্তত দু’জন আটকে পড়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

Advertisement

ভেঙে পড়া বাড়িটি একটি বাণিজ্যিক ভবন। বিভিন্ন সংস্থার অফিস রয়েছে সেখানে। দমকল জানিয়েছে, বুধবার বিকেল ৪টে বেজে ৪ মিনিটে তারা বহুতল ভেঙে পড়ার খবর পায়। খবর পেয়েই পাঁচটি দল ঘটনাস্থলে গিয়েছে। তারাই উদ্ধারকাজ শুরু করে।

সংবাদ সংস্থা পিটিআই-কে দমকলের এক আধিকারিক জানান, দিল্লি পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে পৌঁছেছে। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা দেওয়া হয়েছে ওই এলাকায়। কিন্তু কী কারণে বাড়িটি হঠাৎ ভেঙে পড়ল, তার কারণ এখনও স্পষ্ট নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement