Russia-Ukraine War

রুশ সেনাবাহিনীতে ৪৪ জন ভারতীয়, লড়ছেন ইউক্রেন যুদ্ধে! বিদেশমন্ত্রক জানাল, আলোচনা চলছে মস্কোর সঙ্গে

২০২৪ সালের শুরুর দিকেই রুশ সেনায় ভারতীয়দের নিয়োগের বিষয়টি নজরে আসে। তার পর থেকে বার বার তাঁদের ভারতে ফেরানোর দাবি ওঠে। সেই বিষয়ে ভারত সরকারের পরিকল্পনা জানাল বিদেশমন্ত্রক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ২০:৪৭
Share:

রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

৪৪ জন ভারতীয় রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন! শুক্রবার ভারতের বিদেশমন্ত্রক বিষয়টি নিয়ে জানায়, রুশ সেনাবাহিনী কর্মরত ভারতীয়দের শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁদের দ্রুত ভারতে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে জানান বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ব্যাপারে রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি। তাঁর কথায়, ‘‘রুশ সেনাবাহিনীতে এ ধরনের নিয়োগ বন্ধ করার ব্যাপারেও কথাবার্তা চলছে।’’

Advertisement

লোভনীয় বেতনের চাকরির টোপ দিয়ে ভারতীয়দের নিয়ে যাওয়া হয় রাশিয়ায়। তার পরে বাধ্য করা হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লড়াইয়ে নামতে। গত কয়েক মাসে এমনই নানা অভিযোগ উঠেছে। শুক্রবার এ ব্যাপারে রণধীর বলেন, ‘‘আমরা তথ্য পেয়েছি যে বেশ কয়েক জন ভারতীয়কে রুশ সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছে। আমরা রুশ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের মুক্তি নিশ্চিত করার চেষ্টা চলছে। ভবিষ্যতে যাতে এ ধরনের নিয়োগ বন্ধ হয়, সে দিকটাও দেখছি।’’

রণধীর জানান, বিভিন্ন সূত্রে জানা গিয়েছে রুশ সেনাবাহিনীতে এখন ৪৪ জন ভারতীয় কর্মরত। তাঁর কথায়, ‘‘আমরা ওই ভারতীয়দের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।’’

Advertisement

২০২৪ সালের শুরুর দিকেই রুশ সেনায় ভারতীয়দের নিয়োগের বিষয়টি নজরে আসে। রুশ সেনার সহযোগী হিসাবে চুক্তিভিত্তিক নিযুক্ত করা হয়েছিল প্রায় শতাধিক ভারতীয়কে। এ ক্ষেত্রে চাকরির প্রলোভন দেখিয়ে ওই ভারতীয়দের রুশ সেনায় নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। এমনকি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতেও তাঁদের ব্যবহার করা হয়েছিল বলে খবর। শুধু তা-ই নয়, যুদ্ধে গিয়ে কয়েক জন ভারতীয়ের মৃত্যু খবরও মিলেছে। ঘটনা নিয়ে শোরগোল শুরু হতেই পদক্ষেপ করে ভারত সরকার।

রুশ সেনাবাহিনীতে কর্মরত বেশ কয়েক জন ভারতীয়ের পরিবার সম্প্রতি দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ দেখায়। অবিলম্বে তাদের পরিবারের লোকেদের ভারতে ফিরিয়ে আনার দাবি জানায়। সেই আবহে রণধীর বলেন, ‘‘আমরা আবার বলছি এই ধরনের প্রলোভনে পা না-দেওয়ার জন্য। এই ধরনের চাকরির প্রস্তাব খুবই বিপজ্জনক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement