সীমান্তে নিহতদের জন্য

সীমান্ত এলাকায় পুলিশের গুলিতে নিহতদের পরিবারকে এ বার পাঁচ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানাল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৬ ০২:৫৩
Share:

সীমান্ত এলাকায় পুলিশের গুলিতে নিহতদের পরিবারকে এ বার পাঁচ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানাল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রস্তাব অনুযায়ী, সন্ত্রাস বা রাজনৈতিক হিংসার বলি হলে এত দিন যে ক্ষতিপূরণ পাওয়া যেত, সীমান্তবর্তী এলাকায় পুলিশের গোলা-গুলিতে নিহতদের পরিবারকেও সেই পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে। একই সঙ্গে জম্মু-কাশ্মীরের পাক সীমান্তবর্তী এলাকায় পুলিশের গুলিতে নিহতদের পরিবারও এই সাহায্য পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement