Bengaluru Airport

ব্যাগ খুলতেই বেরোল বল পাইথন, কিং কোবরা, বাঁদর, বেঙ্গালুরুর বিমানবন্দরে হুলস্থুল কাণ্ড

উদ্ধার করা হয়েছে ৫৫টি বল পাইথন, ১৭টি কিং কোবরা। এ ছাড়াও উদ্ধার করা হয়েছে ছ’টি ক্যাপুচিন প্রজাতির বাঁদর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

বেঙ্গালুরু শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১০:১৪
Share:

ছবি: সংগৃহীত।

ব্যাগের মধ্যে রাখা নানা প্রজাতির অসংখ্য সাপ। রয়েছে বিশেষ প্রজাতির বাঁদরও। একটা-দুটো নয়, মোট ৭২টি সাপ এবং ছ’টি বাঁদর! এমন একটি ব্যাগ ঘিরেই হইচই পড়ে গিয়েছে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে। শুক্রবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

Advertisement

ব্যাগটি উদ্ধার করেছেন বিমানবন্দরের শুল্ক দফতরের আধিকারিকেরা। উদ্ধার করা হয়েছে ৫৫টি বল পাইথন, ১৭টি কিং কোবরা। এ ছাড়াও উদ্ধার করা হয়েছে ছ’টি ক্যাপুচিন প্রজাতির বাঁদর। সাপগুলি জীবিত থাকলেও বাঁদরগুলিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুল্ক দফতর জানিয়েছে, সাপ এবং বাঁদরগুলি ব্যাগের মধ্যে চাপাচাপি করে রাখা হয়েছিল। এয়ার এশিয়ার বিমানে ছিল ব্যাগটি। ব্যাঙ্কক থেকে বেঙ্গালুরুগামী ওই বিমানে কে ওই ব্যাগটি রেখেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। গত বুধবার রাত সাড়ে ১০টায় ব্যাগটি উদ্ধার করা হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন