National News

জামায় রক্তের দাগ, দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে স্কুলে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক

পুলিশের কাছে ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর পরিবারের অভিযোগ, ২২ জানুয়ারি, মঙ্গলবার তাদের মেয়েকে ধর্ষণ করেছে ওই স্কুলের প্রধান শিক্ষক।

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৯ ১২:১২
Share:

স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আট বছরের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ।

স্কুল থেকে বাড়ি ফিরে অঝোরে কাঁদছিল আট বছরের শিশুটি। জামায় রক্তের দাগ। চোখে-মুখে আতঙ্ক। যন্ত্রণায় কুঁকড়ে রয়েছে সে। কী হয়েছে জানতে চাওয়ায় মায়ের কাছে সব কথা খুলে বলে শিশুটি। ঘটনার কথা শুনে স্তম্ভিত হয়ে যান তার মা।

Advertisement

কলকাতার জিডি বিড়লা স্কুলকাণ্ডের ছায়া যেন দেখা দিল অন্ধ্রপ্রদেশের এক সরকারি স্কুলে। স্কুল চত্বরেই আট বছরের ওই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। অভিযুক্ত ওই স্কুলেরই প্রধান শিক্ষক। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ।

ঘটনা হায়দরাবাদের অদূরে কৃষ্ণ জেলার এক উচ্চ প্রাথমিক সরকারি স্কুলের। পুলিশের কাছে ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর পরিবারের অভিযোগ, ২২ জানুয়ারি, মঙ্গলবার তাদের মেয়েকে ধর্ষণ করেছে ওই স্কুলের প্রধান শিক্ষক। স্কুলের ভিতরেই তাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ পরিবারের। ওই দিন স্কুলের একটি ফাঁকা ঘরে শিশুটিকে নিয়ে যায় প্রধান শিক্ষক। এর পর সেখানেই তাকে ধর্ষণ করে। এর পর বাড়ি ফিরে কাঁদতে থাকে ওই শিশুটি। তার জামায় রক্তের দাগ লেগে থাকতে দেখেন তার মা। যন্ত্রণায় কুঁকড়ে যেতে থাকে সে। গোটা ঘটনাটাই জানার পর সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে মেয়েকে নিয়ে যান ওই মহিলা। সেখানে পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, শিশুটির উপর যৌন নির্যাতন করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, রক্তপাত বন্ধ করতে ওই শিশুটির যৌনাঙ্গে চারটি সেলাই করতে হয়েছে।

Advertisement

আরও পড়ুন: বকেয়া প্রায় ১ কোটি, দীর্ঘ লড়াইয়ের পর পেনশন চালু ৯৪ বছরের বৃদ্ধার

ঘটনায় অভিযোগের তির ওঠে স্কুলের প্রধান শিক্ষকের দিকে। তবে প্রাথমিক ভাবে এ নিয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেনি শিশুটির পরিবার। দিন দুয়েক পরে স্থানীয় সমাজকর্মীদের তৎপরটায় খানিকটা সাহস পান তারা। এর পর পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয় নির্যাতিতার পরিবার। বৃহস্পতিবার স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তারা।

আরও পড়ুন: জমি কেলেঙ্কারিতে বিপাকে হুডা! হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই তল্লাশি

ঘটনার কথা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী জি শ্রীনিবাস এ নিয়ে ওই স্কুল কমিশনারের সঙ্গে যোগাযোগ করেন। ঘটনার তদন্ত করে ওই অভিযুক্তকে বরখাস্ত করার পরামর্শ দেন তিনি। জেলার শিক্ষা দফতরের এক আধিকারিক এম ভি রাজ্যলক্ষ্ণী বলেন, “অভিযুক্ত ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া, এ বিষয়ে একটি বিভাগীয় তদন্তও করা হবে।”

অন্ধ্রপ্রদেশের এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে ২০১৭-তে কলকাতার জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশনের ঘটনা। সে বছরের নভেম্বরে স্কুল চত্বরের ভিতরেই একটি চার বছরের শিশুর উপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন