দেবরঞ্জন এইচ।
তখন বয়স ছিল মাত্র আট বছর। প্রথম দেখাতেই ‘প্রেমে’ পড়ে গিয়েছিলেন। স্বপ্ন দেখতেন একদিন নিজে কিনবেন ভাল লাগার সেই গাড়িটি। আর সেই স্বপ্নপূরণ হতে কেটে গেল আরও আশিটা বছর।
অবশেষে সেই স্বপ্ন পূরণ করলেন দেবরঞ্জন এইচ। পেশায় কৃষক। ৮৮ বছর বয়সে কিনলেন প্রিয় মার্সেডিজ বেঞ্চ। ৩৩ লাখ টাকা দিয়ে কিনলেন তাঁর স্বপ্নের গাড়ি।
পাশে তখন তাঁর স্ত্রী। তাঁর দু’ চোখও তখন ছল ছল করছে। দেবরঞ্জন বললেন, ‘‘ছোট থেকে একটাই স্বপ্ন ছিল। গাড়িটি কেনার জন্য তিলতিল করে টাকা জমিয়ে গিয়েছি। অনেক পরিশ্রম করেছি টাকা রোজগারের জন্য।’’
আরও পড়ুন: প্রশিক্ষকের ধাক্কা, ক্যামেরার সামনেই ছাত্রীর মৃত্যু
দেবরঞ্জনের এই গাড়ি কেনাকে স্মরণীয় করে রাখতে চেয়েছে শোরুমও। রীতিমতো কেক কেটে, ছবি তুলে সেলেব্রশন করতেও দেখা গিয়েছে শোরুমের কর্মীদের।