National News

স্বামীজির সেই ৯/১১ সম্প্রীতির তারিখ ছিল: প্রধানমন্ত্রী

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গিহানার কারণে নয়, ৯/১১ তারিখ তারও অনেক আগে থেকে স্মরণীয় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার জন্য। শিকাগো বক্তৃতার ১২৫তম বার্ষিকীতে আয়োজিত ছাত্র সমাবেশে এ কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৭ ১৪:০৪
Share:

স্বামী বিবেকানন্দের আদর্শ দেশের ছাত্র ও যুব সমাজকে আজকের যুগেও পথ দেখাতে পারে। শিকাগো বক্তৃতার ১২৫ বছরে বার্তা প্রধানমন্ত্রীর। ছবি: রয়টার্স।

আমেরিকায় ভয়ঙ্কর জঙ্গিহানার জন্য এখন সকলের কাছে পরিচিত ১১ সেপ্টেম্বর তারিখটা। কিন্তু ১২৫ বছর আগে এই তারিখটা বিখ্যাত হয়েছিল ‘ভালবাসা, সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের’ জন্য। মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বছর উপলক্ষে নয়াদিল্লিতে এক ছাত্র সমাবেশে এ দিন ভাষণ দেন প্রধানমন্ত্রী। ছাত্রদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা, স্বামী বিবেকানন্দের আদর্শ আজকের যুগেও সকলের, বিশেষ করে ছাত্র সমাজের পথপ্রদর্শক হতে পারে।

Advertisement

আরও পড়ুন: ১৪ সাধু ‘জাল’, তালিকা আখড়ার

‘জীব সেবাই শিব সেবা’— স্বামী বিবেকানন্দের এই বার্তার কথাই সোমবার শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। গেরুয়া বসনধারী হলেও বিবেকানন্দ যে শুধু ধর্মীয় আচারের কথা বলতেন না, ‘জনসেবা’র মাধ্যমে ‘ঈশ্বর সেবা’য় উৎসাহ দিতেন। সে কথা প্রধানমন্ত্রী এ দিন মনে করিয়ে দিয়েছেন। ১৮৯৩ সালে আমেরিকার শিকাগোয় বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামীজির ভাষণ প্রসঙ্গে নরেন্দ্র মোদী এ দিন বলেছেন, ‘‘আজ ৯/১১। ২০০১ সালের পর থেকে এই তারিখটা নিয়ে খুব কথা হয়। কিন্তু ১৮৯৩ সালেও একটা ৯/১১ ছিল, যে দিনটাকে আমরা স্মরণ করি। সেই ৯/১১ ছিল ভালবাসা, সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের।’’

Advertisement

আরও পড়ুন: গৌরী-হত্যার পরে বিজেপির প্রশ্রয়েই কি টুইট-ফৌজ

১২৫ বছর আগে শিকাগোতে দেওয়া ভাষণে ভারতের মহানতা বিশ্বের সামনে তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ, কিন্তু দেশের মধ্যে যখন তিনি কথা বলতেন, তখন দেশের এবং সমাজের সমস্যাগুলোই তুলে ধরতেন। বলেন মোদী। প্রধানমন্ত্রীর কথায়, স্বামী বিবেকানন্দ ‘দেশকে নতুন পরিচিতি’ দিয়েছিলেন, কিন্তু দেশের নেতিবাচক বিষয়গুলির ‘সমালোচনা করতে লজ্জা পাননি।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন