Iran-Israel Conflict

বন্ধ ইরানের আকাশসীমা, লন্ডনের উদ্দেশে রওনা দিয়েও চেন্নাইয়ে ফিরল ব্রিটিশ এয়ারওয়েজ়ের বিমান

সংবাদমাধ্যম সূত্রে খবর, লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজ়ের ওই বিমানটি ভারতীয় সময় সকাল ৫টা ৩৫ মিনিট নাগাদ চেন্নাই বিমানবন্দর থেকে ছাড়ার কথা ছিল। মাঝ-আকাশে আকাশসীমা বন্ধের খবর পান পাইলট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১২:৩৬
Share:

ইরানের আকাশসীমা বন্ধ থাকায় চেন্নাইয়ে ফিরতে হল লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের বিমানকে। —ফাইল চিত্র।

লন্ডনের উদ্দেশে রওনা দিয়েও চেন্নাইয়ে ফিরতে হল ব্রিটিশ এয়ারওয়েজ়ের বিমানকে! ইরানের পরমাণুকেন্দ্রে আমেরিকার হামলার পরই পশ্চিম এশিয়ায় উত্তেজনা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। বন্ধ করা হয়েছে ইরানের আকাশসীমা। শুধু ইরান নয়, ইজ়রায়েলও তাদের আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণেই বাধ্য হয়ে মাঝ-আকাশ থেকে চেন্নাইয়ে ফিরতে হল লন্ডনগামী বিমানকে।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজ়ের ওই বিমানটি ভারতীয় সময় সকাল ৫টা ৩৫ মিনিট নাগাদ চেন্নাই বিমানবন্দর থেকে ছাড়ার কথা ছিল। কিন্তু ৪০ মিনিট দেরিতে ২০৬ জন যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেয় বিমানটি। ভারতের আকাশসীমা অতিক্রম করে আরব সাগর অঞ্চলে প্রবেশ করার পরেই ইরানের আকাশসীমা বন্ধের খবর পান ওই বিমানের পাইলটেরা। তার পরেই তা আবার চেন্নাইয়ে ফিরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই ব্যাপারে চেন্নাই বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলটেরা। সবুজ সঙ্কেত মিলতেই ‘ইউ টার্ন’ করে বিমানটি। সকাল ৮টা ৫ মিনিট নাগাদ চেন্নাই বিমানবন্দরে অবতরণ করে। ব্রিটিশ এয়ারওয়েজ়ের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিমানবন্দরে নামার পরেই বিমান থেকে যাত্রীদের নামিয়ে টার্মিনালে ফিরিয়ে নিয়েও যাওয়া হয়। সেখানেই তাঁদের জন্য খাওয়াদাওযার ব্যবস্থা করেন বিমান সংস্থা। বিমানবন্দর সূত্রে খবর, ওই বিমানে নতুন করে জ্বালানি ভরা হবে। তার পর রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ আবার লন্ডনের উদ্দেশে পাড়ি দেবে সেটি। তবে ইরানের আকাশপথ এড়িয়ে ঘুরপথে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর। চেন্নাই থেকে পশ্চিম এশিয়াগামী আরও কয়েকটি বিমানের যাত্রাপথও বদল করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট বিমান সংস্থা।

Advertisement

রবিবার ভোরে (ভারতীয় সময়) ইরানের তিন পরমাণুকেন্দ্রে বোমা হামলা করে আমেরিকা। তার পর থেকেই নতুন করে পশ্চিম এশিয়ায় উত্তেজনা শুরু হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইরানের আকাশসীমা। পাশাপাশি, ইজ়রায়েলও জানিয়েছে, আপাতত বাইরে থেকে কোনও বিমানের ইজ়রায়েলে প্রবেশ এবং ইজ়রায়েল থেকে কোনও বিমানের বাইরে যাওয়া বন্ধ। কত দিনের জন্য তা বন্ধ থাকবে, জানানো হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement