Delhi court

সম্মতি ছাড়া কোনও মহিলাকে স্পর্শ করাও অপরাধ: আদালত

দোষী রামের পাঁচ বছরের জেল এবং ৬০ হাজার টাকা জরিমানা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৮ ১৭:১৫
Share:

প্রতীকী চিত্র

সম্মতি ছাড়া কখন কোনও মহিলাকে স্পর্শ করা যাবে না। লোভী এবং বিকৃতকাম পুরুষরা যে ভাবে মহিলাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে, তা খুবই দুর্ভাগ্যজনক। ২০১৪ সালের এক মামলার রায় দিতে গিয়ে এই মন্তব্য করলেন দিল্লির অতিরিক্ত দায়েরা বিচারক সীমা মাইনি।

Advertisement

উত্তর দিল্লির মুখার্জি নগর। মায়ের সঙ্গে বাজারে গিয়েছিল ন’বছরের এক কিশোরী। তখনই ভিড়ের মধ্যে এক ব্যক্তি ওই নাবালিকার শ্লীলতাহানি করে। মেয়েটি চিৎকার করে উঠলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই দুষ্কৃতী। কিন্তু, বাজারের লোকজন ধরে ফেলে আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা ছবি রাম নামে ওই ব্যক্তিকে।

সম্প্রতি সেই মামলার রায় দিল আদালত। দোষী রামের পাঁচ বছরের জেল এবং ৬০ হাজার টাকা জরিমানা হয়।

Advertisement

আরও পড়ুন: ২০ আপ বিধায়ককে বরখাস্ত করলেন রাষ্ট্রপতি

এর পরই বিচারক মাইনি বলেন, নাবালিকা বা সাবালিকা, মেয়েদের শরীরের প্রতি অধিকার একমাত্র তারই। কোনও অবস্থাতেই মেয়েটির অসম্মতিতে তার শরীর কেউ স্পর্শ করতে পারে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন